রাশিয়া ৬২৩টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে : ইউক্রেন

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৮:৫৮

ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : রাশিয়া শুক্রবার রাতভর ৫৯৭টি ড্রোন ও ২৬টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে শনিবার জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি রাশিয়ার সাম্প্রতিক রেকর্ড পরিমাণ হামলা ঠেকাতে অবিলম্বে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান।

কিয়েভ থেকে এএফপি জানায়, জেলেনস্কি বলেন, ‘২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৫৯৭টি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল ‘শাহেদ’ ড্রোন। ইরান উৎপাদিত এই ড্রোনগুলো রাশিয়া নিয়মিত ব্যবহার করে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৩১৯টি শাহেদ ড্রোন এবং ২৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে একটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০টি ড্রোন পাঁচটি স্থানে আঘাত হেনেছে বলে জানানো হলেও সেসব স্থানের নাম প্রকাশ করা হয়নি।

জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান, তারা যেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ যুদ্ধ বন্ধে রাশিয়ার বিরুদ্ধে ‘শুধু বার্তা প্রেরণ নয়, বাস্তব পদক্ষেপ’ গ্রহণ করেন।

তিনি বলেন, ‘রাশিয়ার এই ধারাবাহিক বিমান হামলার গতি শুধু নিষেধাজ্ঞার মাধ্যমে থামানো সম্ভব, এবং তা এখনই করা দরকার।’

তিনি বিশেষ করে যারা ‘রাশিয়াকে ড্রোন উৎপাদনে সহায়তা করছে এবং তেলের মাধ্যমে লাভবান হচ্ছে’ তাদের শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, রাশিয়ার অর্থনীতিতে বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে দেশটির আর্থিক অবস্থা টিকিয়ে রাখার জন্যতেল রপ্তানি একটি প্রধান খাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
প্রকৃত অপরাধীদের বের করে শান্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল 
দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আরও শুরু হয়েছে : তারেক রহমান
আমিষ ও প্রোটিন নিশ্চিত করা হলে কমবে চিকিৎসার প্রয়োজনীয়তা : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
এক মৌসুম পর ফিওরেন্টিনায় ফিরলেন কোচ পিওলি
২০৩০ বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে মালাগার নাম প্রত্যাহার
খুলনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময়
বেসবল কোচেস এবং আম্পায়ারস ক্লিনিক শুরু
প্রতিটি হাসপাতালের জন্য জরুরি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ : স্বাস্থ্য সচিব
বিএনপির প্রতিটি নেতা-কর্মীই মজলুম : সাবেক উপমন্ত্রী দুলু
১০