দুই যুবকের জানাজায় পশ্চিম তীরের গ্রামে ক্ষোভ

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৩:০৪

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনি-আমেরিকান সাইফ আল-দিন আব্দুল করিম মুসালাতের মরদেহ একটি পতাকায় মোড়ানো এবং হলুদ ও কমলা রঙের পুষ্পস্তবক দিয়ে ঢাকা রোববার অধিকৃত পশ্চিম তীরের আল-মাজরা'আহ আশ-শারকিয়াহের জনাকীর্ণ রাস্তা দিয়ে বহন করার সময়  গ্রামে ক্ষোভ দেখা গিয়েছে।

ফিলিস্তিনি অঞ্চল আল মাজরা 'আহ আশ শারকিয়াহ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চুনাপাথরের পাহাড়ের উপরে অবস্থিত এই গ্রামটি তার ঔপনিবেশিক ভিলা এবং সুন্দর বাগানের জন্য পরিচিত। এর কয়েক হাজার বাসিন্দা যারা বেশিরভাগই উত্তর আমেরিকার ফিলিস্তিনি প্রবাসী থেকে এসেছেন।

২০ বছর বয়সী মুসালাত তাদের মধ্যে একজন ছিলেন। ফ্লোরিডায় জন্মগ্রহণ ও বেড়ে ওঠা, তিনি ট্যাম্পায় একটি আইসক্রিমের দোকান পরিচালনা করেছিলেন। মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি তার মা ও ভাইবোনদের সাথে গ্রীষ্ম কাটানোর পরিকল্পনা নিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে এসেছিলেন।

কিন্তু শুক্রবার, রামাল্লাহর উত্তরে গ্রামে সংঘটিত সর্বশেষ সহিংসতার ঘটনায়, নিকটবর্তী সিনজিলে ইসরাইলি বসতি স্থাপনকারী কর্তৃক তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

রোববার শত শত মানুষ মুসালাতের জানাজায় প্রার্থনা ও স্লোগান দিতে জড়ো হয়েছিলেন। তার পরিবারের অভিজাত বাড়ির ভেতরে, তরুণের প্রাণহীন দেহ দেখে মহিলারা কেঁদেছিলেন এবং চিৎকার করেছিলেন।

একটি দেয়ালে, যুবকটি একটি পোস্টার থেকে দেখছিল। তার দাড়ি সুন্দরভাবে সাজানো এবং জেরুজালেমের ইসলামিক উপাসনালয়, ডোম অফ দ্য রকের পটভূমিতে।

দুই কিশোরী একে অপরকে জড়িয়ে ধরে অশ্রু ঝরছিল। ‘এটা ভয়াবহ,’ তাদের মধ্যে একজন কাঁদতে কাঁদতে বলল।

সাম্প্রতিক মাসগুলোতে, এই এলাকাটি কখনও কখনও ইসরাইলি সেনাবাহিনীর সমর্থনে ইসরাইলি বসতি স্থাপনকারীদের দ্বারা ঘন ঘন আক্রমণের সাক্ষী হয়েছে।

মুসালাতের মৃত্যুর কয়েকদিন আগে জাতিসংঘ বলেছিল যে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বসতি স্থাপনকারীদের আক্রমণ, হয়রানি এবং ভয় দেখানো নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন
স্থায়ী ক্যাম্পাসের অনুমোদনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উল্লাস  
ট্রাইব্যুনালে হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার 
ডা. নিতাই হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড ৫
সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব
লালমনিরহাটে বন্যা দুর্গতদের মধ্যে বিএনপি’র ত্রাণ বিতরণ
ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে সরকারের বিবৃতি
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ১, ৫৮০ মামলা
লালমনিরহাটে ফের দুজনকে পুশইন করলো বিএসএফ
১০