ঢাকা, ১ আগস্ট ২০২৫ (বাসস) : কম্বোডিয়ার পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৯ শতাংশ শুল্ক আরোপকে আজ শুক্রবার স্বাগত জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। এর আগের ৩৬ শতাংশ শুল্ক আরোপের হুমকি এড়িয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
নমপেন থেকে এএফপি জানিয়েছে, সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে হুন মানেত লিখেছেন, ‘এটি কম্বোডিয়ার জনগণ ও অর্থনীতির উন্নয়ন অব্যাহত রাখার ক্ষেত্রে সর্বোত্তম সুখবর।’
ট্রাম্প শুরুতে কম্বোডিয়ার ওপর ৪৯ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার লক্ষ্যে তাঁর ‘লিবারেশন ডে’ নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। পরে গত মাসে এটি কমিয়ে ৩৬ শতাংশে নামিয়ে নিয়ে আসা হয়। সর্বশেষ তা ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুমোদিত ট্রাম্পের নতুন শুল্ক নীতির আওতায় এক ডজনের বেশি দেশ উচ্চ শুল্কের মুখোমুখি হয়েছে, যা এক সপ্তাহের মধ্যে কার্যকর হওয়ার কথা।
পশ্চিমা দেশগুলোর বিভিন্ন ব্র্যান্ডের জন্য কম খরচে অন্যতম পোশাক প্রস্তুতকারক কম্বোডিয়া। গত বছর যুক্তরাষ্ট্রে কম্বোডিয়ার ১০ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানির বেশিরভাগই ছিল তৈরি পোশাক।
কম্বোডিয়ার বহু পোশাক কারখানা চীনা মালিকানাধীন হওয়ায় হোয়াইট হাউজ অভিযোগ করেছে, দেশটি চীনা পণ্যকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ করে দিচ্ছে। এর ফলে চীনের ওপর আরোপিত উচ্চ শুল্ক এড়িয়ে যাচ্ছে এসব পণ্য।
ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষ বন্ধে হস্তক্ষেপ করে একটি যুদ্ধবিরতির ব্যাপারে মধ্যস্থতা করার কয়েক দিনের ব্যবধানে শুল্ক আরোপের নতুন ঘোষণাটি এলো। যুদ্ধবিরতির আগে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সংঘর্ষে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়।