ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : ইউক্রেন রাশিয়ার পশ্চিমাঞ্চলে রাতভর ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় তিন ব্যক্তি নিহত এবং দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। আঞ্চলিক গভর্নররা শনিবার এ তথ্য জানিয়েছেন।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ওই অঞ্চলের গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, ইউক্রেন পেনজা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় এক নারী নিহত এবং আরো দুই ব্যক্তি আহত হয়েছেন।
সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশ্চেভ টেলিগ্রামে পোস্টে বলেছেন, সামারা অঞ্চলের একটি বাড়িতে হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন।
রোস্তভ এলাকার ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার বলেছেন, রোস্তভ অঞ্চলের একটি শিল্প স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন । ওই ড্রোন হামলায় ওই প্রতিষ্ঠানের একজন প্রহরী নিহত হয়েছেন।
স্লিউসার টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, সামরিক বাহিনী রাতে একটি বিশাল বিমান হামলা প্রতিহত করেছে এবং সাতটি জেলায় ড্রোন ধ্বংস করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত প্রায় নয় ঘন্টার মধ্যে রাশিয়ার ভূখণ্ডে ১১২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে রোস্তভ অঞ্চলে ৩৪টি।
গভর্নর সের্গেই লিসাক টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনের মধ্য-পূর্ব ডিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে রাতভর রাশিয়ান ড্রোন হামলায় তিনজন আহত হয়েছে।
তিনি বলেন, ওই হামলায় বেশ কয়েকটি ভবন, বাড়ি এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) থেকে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ অনুসারে, রাশিয়ান বাহিনী ডিনিপ্রোপেট্রোভস্কে অগ্রগতির দাবি করেছে। সম্প্রতি সেখানে দুটি গ্রাম দখলের ঘোষণা দিয়েছে, যা জুলাই মাসে মস্কোর ত্বরান্বিত অঞ্চল দখলের অংশ।
কিয়েভ ডিনিপ্রো পেট্রোভস্ক এলাকায় রাশিয়ার উপস্থিতি অস্বীকার করেছে।
তিন বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, তিনি শান্তি চান। কিন্তু মস্কোর সামরিক আক্রমণ বন্ধ করার জন্য তার দাবি ‘অপরিবর্তিত’ রয়েছে।
এই দাবিগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনকে তাদের ভূখণ্ড ত্যাগ করতে হবে এবং ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা বন্ধ করতে হবে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কেবল পুতিনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। দুই নেতার মধ্যে নতুন করে বৈঠকের আহ্বান জানিয়েছেন।
তিনি এক্স-এ লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এটি প্রস্তাব করেছে। ইউক্রেন এটিকে সমর্থন করেছে। যা প্রয়োজন তা হল রাশিয়ার প্রস্তুতি’।