ইসরাইলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করল হামাস

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৫:২২

ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা এভিয়াতার ডেভিড নামের এক ইসরাইলি ব্যক্তির ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। গতকাল শুক্রবার নতুন এই এক মিনিটের ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে ইসরাইলি ওই জিম্মিকে একটি সরু কংক্রিটের সুড়ঙ্গের ভেতরে দেখা গেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের ভিডিওতে দেখা গেছে, গত ৭ অক্টোবর, ২০২৩ সালে আটককৃত এক দাড়িওয়ালা ব্যক্তি। এএফপি এবং ইসরাইলি সংবাদমাধ্যম তার নাম এভিয়াতার ডেভিড বলে জানিয়েছে। 

এএফপি স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।

২৪ বছর বয়সী ডেভিডকে হামাসের হামলার সময় অপহরণ করা হয়েছিল। এই হামলায় গাজা যুদ্ধের সূত্রপাত করেছিল। দুজনেই দক্ষিণ ইসরাইলে নোভা সঙ্গীত উৎসবে যোগদান যোগ দিয়েছিলেন।

ফেব্রুয়ারির শেষের দিকে, হামাস একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় যে ডেভিড এবং গিলবোয়া-দালাল একটি গাড়ির ভেতরে কয়েক মিটার (গজ) দূরে একটি জিম্মি মুক্তি অনুষ্ঠান দেখছেন।

২০২৩ সালের হামলায় মোট ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। এর মধ্যে এখনও ৪৯ জন গাজায় বন্দি আছেন। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এদের মধ্যে ২৭ জন ইতোমধ্যেই নিহত হয়েছেন।

গাজায় পণ্য ও সাহায্য প্রবেশের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞার ফলে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির দাবি উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কার্যক্রম
জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজনের আহ্বান নাহিদ ইসলামের
এনসিএলে বরিশালের কোচ হলেন আশরাফুল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ
কিশোরগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা
প্রিমিয়ার লিগে ক্লাবের সংখ্যা কমছে না
জুলাই গণ-অভ্যুত্থানের সকল শক্তির ঐক্য অটুট রাখতে হবে : সংস্কৃতি উপদেষ্টা
কোম্পানি আইন ১৯৯৪ সংস্কার ও যুগোপযোগীকরণের আহ্বান 
দেশের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াতের আমীর : নূরুল ইসলাম বুলবুল
তামিম-কুকদের ক্লাবে জয়সওয়াল
১০