হামাস প্রকাশিত জিম্মিদের ভিডিও ‘ঘৃণ্য’ বলে নিন্দা জানিয়েছে ফ্রান্স

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১২:২৯

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : হামাসের সশস্ত্র শাখা এবং আরেকটি ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী কর্তৃক পোস্ট করা গাজায় আটক ইসরাইলি জিম্মিদের ভিডিওগুলোকে ‘ঘৃণ্য’ বলে শনিবার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জোঁ-নোয়েল বাহো ।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বাহো এক্স-এ এক পোস্টে হামাস গাজায় ৬৬৬ দিন ধরে আটক ইসরাইলি জিম্মিদের ঘৃণ্য, অসহনীয় ছবি প্রকাশের নিন্দা জানিয়েছেন। 

তিনি পোস্টে লিখেছেন, ‘তাদের অবশ্যই শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে’। হামাসকে নিরস্ত্র করতে হবে এবং গাজা শাসন থেকে বাদ দিতে হবে।’

তিনি গাজার জনগণের কাছে বিপুল পরিমাণে মানবিক সহায়তা সরবরাহেরও আহ্বান জানিয়েছেন ওই পোস্টে।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা শুক্রবার এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ইসরাইলি ওই জিম্মিকে একটি সরু কংক্রিটের সুড়ঙ্গের ভেতরে দেখা গেছে।

বৃহস্পতিবার, ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা হামাসের ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামলার সময় অপহৃত এক ইসরাইলি-জার্মান জিম্মির একটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওগুলো প্রকাশের ফলে ইসরাইলিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইসরাইলের শীর্ষ জেনারেল, সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির শনিবার সতর্ক করে বলেছেন, যদি আলোচনার মাধ্যমে দ্রুত জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে গাজায় যুদ্ধ বন্ধ হবে না।

২০২৩ সালের হামলায় মোট ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। এর মধ্যে এখনও ৪৯ জন গাজায় বন্দি আছে। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এদের মধ্যে ২৭ জন ইতোমধ্যেই নিহত হয়েছে।

সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে করা হিসাব অনুযায়ী, ২০২৩ সালে হামাসের হামলায় ১হাজার ২শ’ ১৯ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

সেনাবাহিনীর মতে, গাজায় স্থল সেনা পাঠানোর পর থেকে মোট ৮শ’ ৯৮ জন ইসরাইলি সেনাও নিহত হয়েছে।

জাতিসংঘের মতে, হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসরায়েলের অভিযানে গাজায় কমপক্ষে ৬০ হাজার ৩শ’ ৩২ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নোয়াখালীতে ছাত্র-জনতা-রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে স্মরণকালের দীর্ঘ বিক্ষোভ মিছিল 
মাকে বলেছিলাম: ‘যদি বেঁচে থাকি, বিকেলে ফোন দেব, নয়তো জান্নাতে দেখা হবে’: নূর নবী
ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে যোগ দিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন প্রধান উপদেষ্টার
আনোয়ারায় আওয়ামী লীগ নেতা হিরু গ্রেফতার
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল
মিয়ানমারে রুবি খনি কেন্দ্রে জান্তার বিমান হামলায় নিহত ১৩
ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়েরকারী জ্যাক স্মিথের বিরুদ্ধে তদন্ত শুরু
জয়পুরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
গাজায় 'অত্যন্ত অপর্যাপ্ত' সাহায্য ঢুকছে: জার্মানি
১০