ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ তামার খনিতে আংশিক ধসের পর আটকে পড়া পাঁচ খনি শ্রমিকের মধ্যে একজনের মৃতদেহ পাওয়া গেছে, চিলির রাষ্ট্রীয় মালিকানাধীন কোডেলকো গ্রুপ শনিবার এ ঘোষণা দেয়।
রানকাগুয়া থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার সান্তিয়াগো থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে রনকাগুয়ায় অবস্থিত এল টেনিয়েন্ট খনিতে ‘ভূমিকম্পের’ পর এই ধস সৃষ্টি হয় ।
ভূমিকম্পটি প্রাকৃতিক নাকি খননের ফলে সৃষ্ট তা এখনও জানা যায়নি।
শ্রমিকদের উদ্ধার অভিযানে কমপক্ষে ১০০ জন মানুষ অংশ নেন। শ্রমিকরা ১,২০০ মিটার গভীরে কাজ করছিলেন।
চিলির ন্যাশনাল কপার কর্পোরেশন কোডেলকো এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনুসন্ধান অভিযানে, মানুষের দেহাবশেষ পাওয়া গেছে এবং কর্তৃপক্ষ এখনও সেগুলো শনাক্ত করতে পারেনি।’
এল টেনিয়েন্টের জেনারেল ম্যানেজার আন্দ্রেস মিউজিক বলেন, খনি শ্রমিকের দেহাবশেষ আবিষ্কার ‘আমাদের গভীরভাবে দুঃখিত করেছে, তবে এতে বোঝা যাচ্ছে যে আমরা অন্য নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করার জন্য সঠিক জায়গায় এসেছি।’
বৃহস্পতিবারের ৪.২ মাত্রার ভূমিকম্পে প্রাথমিকভাবে একজনের প্রাণহানি ও নয়জন আহত হন।
প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক শনিবার খনি শ্রমিকদের আত্মীয়দের সাথে দেখা করেন এবং অনুসন্ধান সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।
এল টেনিয়েন্টের কার্যক্রম স্থগিত করা হয়েছে। খনিটিতে ১৯০০ সালের গোড়ার দিকে কাজ শুরু হয়। এটি ৪ হাজার ৫০০ কিলোমিটার) এরও বেশি ভূগর্ভস্থ টানেল তৈরি করে।
গত বছর, সাইটটি ৩ লাখ ৫৬ হাজার মেট্রিক টন তামা উৎপাদন করে, যা চিলির মোট তামার প্রায় সাত শতাংশ।
বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ চিলি। দেশটি ২০২৪ সালে প্রায় ৫দশমিক ৩ মিলিয়ন মেট্রিক টন তামা সরবরাহ করে, যা বিশ্বব্যাপী সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ।