বলিভিয়ায় স্বর্ণ খনি ধসে ৫ জনের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৩:১৮

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : বলিভিয়ার পোটোসি বিভাগে একটি স্বর্ণ খনিতে ধসের ঘটনায় পাঁচ খনি শ্রমিকের মৃত্যু বলে জানা গেছে। 

দেশটির পুলিশের বরাত দিয়ে শনিবার লা পাজ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

শুক্রবার আমাইপাম্পা খনিতে ভূমিধসের ফলে এ মৃত্যুর ঘটনা ঘটে।   

পোটোসির পুলিশ কমান্ডার ফার্নান্দো বেনিতেজ সাংবাদিকদের বলেন, খনির ভেতর ভূমিধসের ফলে শ্বাসরোধ হওয়ার কারণে ওই পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

তিনি আরো বলেন, ‘আমরা ধারণা করছি, পাহাড়ের একটি অংশ ধসে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।’ 

আমায়াপম্পা স্থানটি পোটোসির বৃহত্তম সোনার খনি। খনিটি রাষ্ট্রীয় মালিকানাধীন বলিভিয়ান মাইনিং কর্পোরেশন (কোমিবল) দ্বারা একটি উন্মুক্ত খনি হিসেবে পরিচালিত হয়।

এটি পোটোসিতে ৪ হাজার মিটার (১৩,১০০ ফুট) এরও বেশি উচ্চতায় অবস্থিত, যা লা পাজ থেকে প্রায় ৫শ’ ৭৮ কিলোমিটার (৩৬০ মাইল) দক্ষিণে অবস্থিত।

পুলিশ জানিয়েছে, নিহতরা কমিবলের নিয়মিত কর্মচারী ছিলেন না। তবে তাদের ঐতিহ্যবাহী ‘পাকোমা’ বা অবশিষ্ট আকরিক সংগ্রহের জন্য সরকারি অনুমতি ছিল।

বেনিতেজ বলেন, এই দুর্ঘটনার ফলে পোটোসিতে খনির ঘটনায় চলতি বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭৩ জনে দাঁড়িয়েছে।

গত মার্চ মাসে, লা পাজ শহরের একটি খনি ধসে পাঁচ জন খনি শ্রমিক মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০