জাপানে ম্যানহোলে পড়ে ৪ শ্রমিকের প্রাণহানি

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৩:৫০

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : জাপানে টোকিওর কাছে একটি ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত জানুয়ারিতে রাজধানীর কাছে ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন পাইপের কারণে রাস্তা ধসে পড়ার পর একটি বিশাল গর্তে একজন ট্রাক চালক আটকা পড়েন। 

এরপরই এই ঘটনাটি ঘটল। এই ঘটনা দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় দমকল বিভাগ এএফপিকে জানিয়েছে, শনিবার টোকিওর উত্তরে গিয়োদা শহরে পাইপ পরীক্ষা করার সময় একজন শ্রমিকরা ম্যানহোলে পড়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরো তিন শ্রমিক সেখানে প্রবেশ করেন। এই শ্রমিকদের সকলেই বয়স পঞ্চাশের কাছাকাছি। 

দমকল বিভাগ জানিয়েছে, উদ্ধার কর্মীরা ম্যানহোল থেকে বেরিয়ে আসা উচ্চ ঘনত্বের বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস সনাক্ত করেছেন।

তবে শহরের কর্মকর্তারা প্রাথমিকভাবে ম্যানহোলে পড়ার কারণ সম্পর্কে কিছু বলতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে গিয়োদা শহরের একজন কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনাটির কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তাই এ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়’।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চার শ্রমিককে ম্যানহোল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মৃত বলে ঘোষণা করে।

পরিদর্শনের সময় প্রায় ১০ জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন, প্রয়োজনে পাইপ থেকে দূষিত পনি ও কাদা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছিল।

গত মে মাসে জাপানি উদ্ধারকারীরা ইয়াশিও শহরে রাস্তা ধসে ৭৪ বছর বয়সী ট্রাক চালকের মৃতদেহ উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে
যশোরে খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরির কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১০
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
১০