গাজায় 'অত্যন্ত অপর্যাপ্ত' সাহায্য ঢুকছে: জার্মানি

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৫:২২

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : সীমিত উন্নতি হলেও গাজায় প্রবেশকৃত সাহায্যের পরিমাণ এখনও 'অত্যন্ত অপর্যাপ্ত' রয়ে গেছে বলে শনিবার মন্তব্য করেছে জার্মান সরকার। এর আগে ইসরাইলের ওপর চাপ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করে মন্ত্রীরা ।

বৃহস্পতিবার ও শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এই অঞ্চল পরিদর্শন করার পর জার্মান সেনাবাহিনী গাজায় প্রথমবারের মতো বিমান থেকে খাদ্য ফেলে। এর পরই জার্মান সরকারের এই মন্তব্য আসে।

সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, ২০ লক্ষাধিক ফিলিস্তিনি অনাহারের মুখোমুখি হচ্ছে।

সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস এক বিবৃতিতে বলেন, গাজা উপত্যকার জনসংখ্যার কাছে মানবিক সাহায্য সরবরাহের ক্ষেত্রে সীমিত প্রাথমিক অগ্রগতি লক্ষ্য করেছে জার্মানি, তবে জরুরি পরিস্থিতি উপশমের জন্য তা অত্যন্ত অপর্যাপ্ত।’ কর্নেলিয়াস আরও বলেন, ‘ইসরাইল সাহায্যের পূর্ণ সরবরাহ নিশ্চিত করতে বাধ্য।’

গাজায় সামরিক অভিযানের জন্য আন্তর্জাতিক সমালোচনার মুখে কিছু বিদেশি রাষ্ট্রকে সীমান্ত অতিক্রম করে আরও ট্রাক প্রবেশের এবং বিমান থেকে খাদ্য ও ওষুধ ছুঁড়ে ফেলার অনুমতি দিয়েছে ইসরাইল।

আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, গাজায় এখনও অত্যন্ত কম পরিমান সাহায্য গাজায় ঢুকছে।

জাতিসংঘ জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশের জন্য ৬ হাজার ট্রাক ইসরাইলের অনুমতির অপেক্ষায় রয়েছে।

ঐতিহ্যগতভাবে ইসরাইলের দৃঢ় সমর্থক জার্মান সরকার, হামাস ও অপরাধী সংগঠনগুলোর বিপুল পরিমাণে মানবিক সাহায্য আটকে রাখার প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে
যশোরে খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরির কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১০
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
১০