গাজায় 'অত্যন্ত অপর্যাপ্ত' সাহায্য ঢুকছে: জার্মানি

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৫:২২

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : সীমিত উন্নতি হলেও গাজায় প্রবেশকৃত সাহায্যের পরিমাণ এখনও 'অত্যন্ত অপর্যাপ্ত' রয়ে গেছে বলে শনিবার মন্তব্য করেছে জার্মান সরকার। এর আগে ইসরাইলের ওপর চাপ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করে মন্ত্রীরা ।

বৃহস্পতিবার ও শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এই অঞ্চল পরিদর্শন করার পর জার্মান সেনাবাহিনী গাজায় প্রথমবারের মতো বিমান থেকে খাদ্য ফেলে। এর পরই জার্মান সরকারের এই মন্তব্য আসে।

সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, ২০ লক্ষাধিক ফিলিস্তিনি অনাহারের মুখোমুখি হচ্ছে।

সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস এক বিবৃতিতে বলেন, গাজা উপত্যকার জনসংখ্যার কাছে মানবিক সাহায্য সরবরাহের ক্ষেত্রে সীমিত প্রাথমিক অগ্রগতি লক্ষ্য করেছে জার্মানি, তবে জরুরি পরিস্থিতি উপশমের জন্য তা অত্যন্ত অপর্যাপ্ত।’ কর্নেলিয়াস আরও বলেন, ‘ইসরাইল সাহায্যের পূর্ণ সরবরাহ নিশ্চিত করতে বাধ্য।’

গাজায় সামরিক অভিযানের জন্য আন্তর্জাতিক সমালোচনার মুখে কিছু বিদেশি রাষ্ট্রকে সীমান্ত অতিক্রম করে আরও ট্রাক প্রবেশের এবং বিমান থেকে খাদ্য ও ওষুধ ছুঁড়ে ফেলার অনুমতি দিয়েছে ইসরাইল।

আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, গাজায় এখনও অত্যন্ত কম পরিমান সাহায্য গাজায় ঢুকছে।

জাতিসংঘ জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশের জন্য ৬ হাজার ট্রাক ইসরাইলের অনুমতির অপেক্ষায় রয়েছে।

ঐতিহ্যগতভাবে ইসরাইলের দৃঢ় সমর্থক জার্মান সরকার, হামাস ও অপরাধী সংগঠনগুলোর বিপুল পরিমাণে মানবিক সাহায্য আটকে রাখার প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে
বান্দরবান দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
কক্সবাজার সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু
পটুয়াখালীতে কুয়াকাটা পৌরসভার কর মেলা
নওগাঁয় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ 
হালান্ডের হ্যাটট্রিকে নরওয়ের জয়, এস্তোনিয়াকে হারিয়ে আশা টিকিয়ে রেখেছে ইতালি
শেবাচিমে ইন্টার্নি চিকিৎসকদের পদায়নে দৃষ্টান্ত স্থাপন করলেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর
কুয়াকাটায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা নির্মাণ করায় জরিমানা
সিলেটে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উদ্বোধন
বড় দরপতনে শেয়ারবাজার, ডিএসই’তে আজ ৫৪২ কোটি টাকার লেনদেন
১০