সিনেট নির্বাচনে ভোট দেবেন মিশরীয়রা

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৬:৪৬

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : মিশরীয়রা এই সপ্তাহে সিনেট নির্বাচনে তাদের ভোট দেবেন। এই নির্বাচনকে আনুষ্ঠানিকতা হিসেবেই দেখা হচ্ছে। ব্যালটে সরকারপন্থী জোটের আধিপত্য রয়েছে এবং বিরোধী দলের যথেষ্ট উপস্থিতি নেই।

কায়রো থেকে এএফপি জানায়, সোমবার থেকে শুরু হওয়া দুই দিনের ভোটে পার্লামেন্টের উচ্চকক্ষের ৩০০ আসনের মধ্যে ২০০টি আসন নির্বাচন করা হবে। বাকি এক তৃতীয়াংশ আসন সরাসরি প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নির্ধারণ করবেন। সিসি ২০১৩ সালে ইসলামপন্থী  প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করার পর ক্ষমতায় বসেন।

ভোটের প্রাক্কালে কায়রোর চারপাশে ‘ন্যাশনাল লিস্ট ফর ইজিপ্ট’-এর প্রচারণায় নির্বাচনী পোস্টার ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। সরকারপন্থী জোটটি দলীয় তালিকার ভোটে কার্যকরভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করছে।
১৩ সদস্যের এই জোটের নেতৃত্বে রয়েছে বর্তমানে সংসদে আধিপত্য বিস্তারকারি সিসিপন্থী মোস্তাকবাল ওয়াতান (জাতির ভবিষ্যৎ) দল এবং সাবেক মন্ত্রী এসাম আল-গাজ্জারের নেতৃত্বাধীন ন্যাশনাল ফ্রন্ট দল। মোস্তাকবাল ওয়াতান দলটি বর্তমানে পার্লামেন্টে চালকের আসনে রয়েছে।

সংরক্ষিত ১০০টি আসনের জন্য ৪০০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে তাদের অনেকেই জাতীয় তালিকাভুক্ত দলগুলোর সঙ্গে যুক্ত থাকায় প্রকৃত বিরোধী দলের তেমন উপস্থিতি নেই। 

সিনেটের প্রথম দফার ভোটের ফলাফল ১২ আগস্ট হবে বলে ধারণা করা হচ্ছে। মাসের শেষের দিকে দ্বিতীয় দফার ভোটের সময় নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত ফলাফল ৪ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নভেম্বরের তৃতীয় সপ্তাহে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ উদ্যাপনের উদ্যোগ
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাগেরহাটে মাদক ও নগদ অর্থসহ দুই কারবারি গ্রেপ্তার
৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের অবিনাশ
মাদাগাস্কারে 'অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা' চলছে: প্রেসিডেন্ট
নড়াইলে আইন শৃঙ্খলা কমিটির সভা
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ চীনের
চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুর্গ থেকে পরিবারগুলো সরিয়ে নেওয়া হচ্ছে
পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান
১০