রোমে ১০ লাখ তীর্থযাত্রীর উপস্থিতিতে পোপের ‘জুবিলি অব ইয়ুথ’ সমাপ্ত

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৯:১২
ছবি: সংগৃহীত

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : পোপ চতুর্দশ লিও’র নেতৃত্বে ইতালির রোমে ১০ লাখেরও বেশি তরুণ-তরুণী আজ রোববার ‘জুবিলি অব ইয়ুথ’ নামক যুব তীর্থযাত্রার সমাপনী প্রার্থনায় অংশ নিয়েছে। সারাবিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের যুব প্রতিনিধিরা এই আয়োজনে যোগ দেন।

রোম থেকে এএফপি জানায়, পোপ লিও অনুষ্ঠানে হিতোপদেশ দানকালে তরুণদের উদ্দেশে বলেন, ‘যেখানেই থাকো, মহৎ কিছুর আকাঙ্ক্ষা করো, কামনা করো পবিত্র কিছু, তুচ্ছ কিছুতে তৃপ্ত হয়ো না।’

‘জুবিলি অব ইয়ুথ’ ভ্যাটিকানে এমন এক আয়োজন, যেখানে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ক্যাথলিক তরুণদের আমন্ত্রণ জানানো হয়। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার তরুণ তীর্থযাত্রী এ সপ্তাহে রোমে ভিড় করে। সপ্তাহের বেশিরভাগ সময় রোম পাঁচ লক্ষাধিক তরুণ তীর্থযাত্রীর উপস্থিতিতে সরগরম ছিল।

গত শনিবার রাতে পোপের নেতৃত্বে নৈশপ্রার্থনা অনুষ্ঠানের আগে আট লক্ষাধিক তরুণের উপস্থিতির কথা জানিয়েছিনে আয়োজকরা। আজ রোববার ভ্যাটিকান থেকে জানানো হয়, রোমের পূর্বাঞ্চলে উন্মুক্ত স্থানে আয়োজনস্থলে ১০ লক্ষাধিক তীর্থযাত্রীর সমাগম ঘটে।

সমবেত তীর্থযাত্রীদের বেশিরভাগই শনিবার রাতে তাঁবুতে, স্লিপিং ব্যাগে কিংবা মাদুর পেতে ঘুমান।

প্রথম মার্কিন পোপ লিও তাঁর ভাষণে সমবেত যুবদের উৎসাহিত করে বলেন, ‘আপনাদের সঙ্গে যাদের দেখা হবে, তাদের সকলের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে দেবেন এবং ধর্মীয় বিশ্বাসের সাক্ষ্য দেবেন।’

বিশেষভাবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে আসা পূণ্যার্থীদের কথা উল্লেখ করে পোপ লিও বলেন, গির্জা ও বিশ্বের তরুণরা তাদের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করেছে।

তিনি আরো বলেন, ‘আমরা আগের চেয়েও বেশি সংখ্যক তরুণদের কাছাকাছি পৌঁছতে পেরেছি, যারা সবচেয়ে বেশি অপর মানুষের মন্দ কাজের শিকার হয়।’

বিশ্বের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের তরুণদের প্রতি সংহতি প্রকাশ করে পোপ লিও বলেন, ‘আমরা গাজার তরুণদের, ইউক্রেনের তরুণদের পাশে আছি, যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রতিটি দেশের মানুষের পাশে আছি আমরা।’

তিনি আরো বলেন, ‘আমার তরুণ ভাই ও বোনেরা, ভিন্ন পৃথিবী গড়া যে সম্ভব, তোমরাই তার প্রমাণ। ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের মাধ্যমে এমন এক পৃথিবী গড়ে তোলা সম্ভব, যেখানে অস্ত্রের মাধ্যমে নয়, বরং সংলাপের মাধ্যমেই বিরোধ নিরসন করা যায়।’

রোদেলা আকাশের নিচে উৎসবের আমেজে এই অনুষ্ঠানে ছিল গায়কদলের মনোমগ্ধকর সঙ্গীতায়োজন। এতে অংশ নেন প্রায় ৪৫০ জন বিশপ এবং ৭০০ জন যাজক। তাদের সবার পরনে ছিল সবুজ পোশাক।

এবারের তীর্থযাত্রায় ১৪৬টিরও বেশি দেশের তরুণরা অংশ নিয়েছে। গত সোমবার থেকে রোমের রাস্তা কানায় কানায় পূর্ণ করে রাখেন তারা।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নভেম্বরের তৃতীয় সপ্তাহে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ উদ্যাপনের উদ্যোগ
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাগেরহাটে মাদক ও নগদ অর্থসহ দুই কারবারি গ্রেপ্তার
৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের অবিনাশ
মাদাগাস্কারে 'অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা' চলছে: প্রেসিডেন্ট
নড়াইলে আইন শৃঙ্খলা কমিটির সভা
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ চীনের
চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুর্গ থেকে পরিবারগুলো সরিয়ে নেওয়া হচ্ছে
পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান
১০