ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজের একটি কারাগারে দাঙ্গায় সাতজন বন্দী নিহত হয়েছে, কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, ওই অস্থিরতায় আরও ১১ বন্দী আহত হয়েছে। কোটজাকোয়ালকোস থেকে এএফপি এ খবর জানায়।
কর্মকর্তারা জানান, শনিবার বিকেলে টাক্সপানের একটি কারাগারে প্রথমে লড়াই শুরু হয় এবং সারা রাত অব্যাহত থাকে।
ভেরাক্রুজ রাজ্য বাহিনী সামরিক সহায়তা নিয়ে, রোববার সকালে কারাগারে প্রবেশ করে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
রাজ্য নিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দাঙ্গার ফলে, ‘আমরা সাতজন বন্দীর মর্মান্তিক মৃত্যুর খবর এবং ১১ জন আহত হওয়ার খবর জানতে পেরেছি।’
লড়াইয়ের পর, তিনজন বন্দীকে ভেরাক্রুজের অন্য একটি কারাগারে স্থানান্তর করা হয়েছে, যদিও কর্তৃপক্ষ সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সহিংস অপরাধী গোষ্ঠীর অংশ বলে অভিযুক্ত বন্দীরা হুমকির সম্মুখীন হওয়ায় কর্তৃপক্ষকে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার অনুরোধ করার পর দাঙ্গা শুরু হয়।
গত মাসে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য সিনালোয়াতের একটি কারাগারে দাঙ্গায় তিনজন বন্দী নিহত হয়।