চিলির খনিতে আটকা পড়া ৫ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:০২

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : চিলিতে বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ তামার খনি ধসের পর পাঁচ খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এই উদ্ধার অভিযানের মাধ্যমে রোববার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

চিলির রানকাগুয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চিলির ও হিগিন্স অঞ্চলের প্রসিকিউটর অ্যাকুইলস কিউবিলোস সাংবাদিকদের বলেন, ‘আমরা অবশেষে নিখোঁজ শ্রমিকদের মধ্যে শেষ পাঁচ খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছি’।

তিনি বলেন, ‘ভূমিকম্পের’ কারণে গত বৃহস্পতিবার একটি সুড়ঙ্গ ধসে পাঁচ খনি শ্রমিক আটকা পড়ার পর গত শুক্রবার থেকে এল তেনিয়েন্তে খনি কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে।’

ভূমিকম্পটি প্রাকৃতিক নাকি খননের ফলে সৃষ্ট তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

চিলির রাষ্ট্রীয় মালিকানাধীন খনি সংস্থা কোডেলকো কর্তৃক পরিচালিত এল টেনিয়েন্টে ৪ হাজার ৫শ’ কিলোমিটার (২,৮০০ মাইল) এরও বেশি সুড়ঙ্গ রয়েছে এবং এটি বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ তামার খনি।

গত বছর, খনি থেকে ৩ লাখ ৫৬ হাজার মেট্রিক টন (৩,৯২,০০০ টনেরও বেশি) তামা উৎপাদন করেছিল। যা চিলির মোট তামার প্রায় সাত শতাংশ।

চিলির জাতীয় ভূতত্ত্ব ও খনি পরিষেবা অনুসারে, চিলির খনি শিল্পকে বিশ্বের সবচেয়ে নিরাপদ হিসাবে বিবেচনা করা হয়। যেখানে ২০২৪ সালে মৃত্যুর হার ০.০২ শতাংশ ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নভেম্বরের তৃতীয় সপ্তাহে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ উদ্যাপনের উদ্যোগ
‎ঝালকাঠিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন: ১ লাখ ৫৮ হাজার ৪৯৭ শিশু এ টিকার আওতায়
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাগেরহাটে মাদক ও নগদ অর্থসহ দুই কারবারি গ্রেপ্তার
৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের অবিনাশ
মাদাগাস্কারে 'অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা' চলছে: প্রেসিডেন্ট
নড়াইলে আইন শৃঙ্খলা কমিটির সভা
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ চীনের
চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুর্গ থেকে পরিবারগুলো সরিয়ে নেওয়া হচ্ছে
১০