ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ফ্রান্সে বৃত্তি নিয়ে অধ্যয়নরত গাজার এক ছাত্রীর, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইহুদি-বিরোধী মন্তব্য পাওয়া যাওয়ায় তাকে দেশটি থেকে বহিস্কার করার নির্দেশ দেওয়া হলে, ওই ছাত্রী রোববার কাতারে চলে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। প্যারিস থেকে এএফপি এ খবর জানায়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘পররাষ্ট্রমন্ত্রী জোঁ-নোয়েল বাহো ‘ফ্রান্সের ভূখণ্ডে প্রবেশের আগে গাজার এক ছাত্রী মিজ নুর আতালাহর করা মন্তব্যের অগ্রহণযোগ্য প্রকৃতির ওপর জোর দেন।’
এতে আরও বলা হয়েছে, ‘এই মন্তব্যের গুরুত্ব বিবেচনা করে, মিজ আতালাহ ফরাসি ভূখণ্ডে থাকতে পারবেন না। তিনি আজ কাতারে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ফ্রান্স ত্যাগ করেছেন।’
ছাত্রীর আইনজীবী ওসামা দাহমানে বলেছেন, আতালাহ ‘তোষণের মনোভাব এবং তার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জন্য অন্য দেশে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যদিও ‘তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।’
ফরাসি কূটনৈতিক সূত্র জানায়, তিনি ১১ জুলাই ফ্রান্সে পৌঁছান। তবে তার গত দুই বছরের সোশ্যাল মিডিয়া পোস্টগুলোয়, ইহুদি হত্যার আহ্বান খুঁজে পাওয়া গেছে। পোস্টগুলো মুছে ফেলার সময় বিষয়টি শনাক্ত করা হয়েছে।
সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং পোস্টগুলো কেন আগে থেকে শনাক্ত করা হয়নি তা নির্ধারণের জন্য একটি তদন্ত শুরু হয়েছে।
ইন্টারনেট ব্যবহারকারী এবং মিডিয়া আউটলেটগুলোর কাছ থেকে তার নামে দেয়া স্ক্রিনশটগুলো এএফপি নিশ্চিত করতে পারেনি। তবে, ফরাসি রাজনীতি প্রশিক্ষণ প্রতিষ্ঠান সায়েন্সেস পো লিল বুধবার বলেছে, তার সোশ্যাল মিডিয়া মন্তব্য নিশ্চিত করা হয়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি।
ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফ্রান্স গাজা থেকে কয়েকশ শিক্ষার্থীকে প্রবেশের অনুমতি দিয়েছে।