ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ইসরাইলি জিম্মিরা গাজার অন্যান্য জনগণের তুলনায় খাবারের ক্ষেত্রে কোনও ‘বিশেষ সুবিধা’ পাবে না।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বরাত দিয়ে রোববার গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ‘(হামাস) ইচ্ছাকৃতভাবে বন্দীদের অনাহারে রাখে না’।
তারা আরো জানায়, ‘তবে আমাদের যোদ্ধা ও সাধারণ জনগণ যা খায়, তারাও একই খাবার খায়। অনাহার ও অবরোধের অপরাধের মধ্যে ইসরাইলি জিম্মিরা কোনও বিশেষ সুযোগ পাবে না।’