আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার নিন্দা জানিয়েছে তুরস্ক

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৩:৩২

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে রোববার ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ‘উস্কানিমূলক কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়েছে তুরস্ক। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের অনুশীলন এই অঞ্চলের সংঘাতকে  আরো উস্কে দিচ্ছে।

ইস্তানবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি অত্যন্ত বিতর্কিত একটি পদক্ষেপে যে, ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির রোববার মসজিদ প্রাঙ্গণে প্রকাশ্যে ইহুদিদের প্রার্থনা পরিচালনা করেছেন। 

‘আল-আকসা মসজিদ’ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিদের কাছে এটি ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। এটি জেরুজালেমে অবস্থিত। 

পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ইসরাইলি পুলিশের সুরক্ষায় ও ইসরাইলি বসতি স্থাপনকারীদের একটি দলকে সঙ্গে নিয়ে কিছু ইসরাইলি মন্ত্রীর আল-আকসা মসজিদে এই কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই।

মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানায়, আল-আকসা মসজিদের নিরাপত্তা এবং জেরুজালেমের পবিত্র পরিচয় সংরক্ষণ কেবল আঞ্চলিক অগ্রাধিকারই নয়, বরং মানবতার সম্মিলিত বিবেকের পক্ষ থেকে একটি প্রাথমিক দায়িত্বও বটে।

ইসরাইল ও জর্দানের মধ্যে দীর্ঘস্থায়ী চুক্তি অনুসারে, মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় আচার-অনুষ্ঠান নিষিদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুন্সীগঞ্জে পুলিশের মদদে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শহীদ হন ৩ জন
সমালোচনার পাশাপাশি অর্থনীতির ইতিবাচক দিকগুলোও তুলে ধরার আহ্বান অর্থ উপদেষ্টার
বায়ার্ন মিউনিখ থেকে ধারে পালহিনহাকে দলে নিল টটেনহ্যাম
আটাবে প্রশাসক নিয়োগ
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ ফখরের
কিশোরগঞ্জ ফ্যাসিবাদমুক্ত দিনে শহীদ হন রুবেল আব্দুল্লাহ
দুর্ঘটনা প্রতিরোধে সর্বসাধারণকে সহযোগিতার আহ্বান রেল কর্তৃপক্ষের
সেদিন বগুড়ায় গুলিতে প্রাণ হারান ৫ জন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সপ্তম সিরিজ জয় পাকিস্তানের
মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ফার্মেসিকে জরিমানা 
১০