ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে রোববার ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ‘উস্কানিমূলক কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়েছে তুরস্ক।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের অনুশীলন এই অঞ্চলের সংঘাতকে আরো উস্কে দিচ্ছে।
ইস্তানবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি অত্যন্ত বিতর্কিত একটি পদক্ষেপে যে, ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির রোববার মসজিদ প্রাঙ্গণে প্রকাশ্যে ইহুদিদের প্রার্থনা পরিচালনা করেছেন।
‘আল-আকসা মসজিদ’ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিদের কাছে এটি ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। এটি জেরুজালেমে অবস্থিত।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ইসরাইলি পুলিশের সুরক্ষায় ও ইসরাইলি বসতি স্থাপনকারীদের একটি দলকে সঙ্গে নিয়ে কিছু ইসরাইলি মন্ত্রীর আল-আকসা মসজিদে এই কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই।
মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানায়, আল-আকসা মসজিদের নিরাপত্তা এবং জেরুজালেমের পবিত্র পরিচয় সংরক্ষণ কেবল আঞ্চলিক অগ্রাধিকারই নয়, বরং মানবতার সম্মিলিত বিবেকের পক্ষ থেকে একটি প্রাথমিক দায়িত্বও বটে।
ইসরাইল ও জর্দানের মধ্যে দীর্ঘস্থায়ী চুক্তি অনুসারে, মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় আচার-অনুষ্ঠান নিষিদ্ধ।