সুদানের অবরুদ্ধ শহরে ১৪ নাগরিককে হত্যা করেছে আধাসামরিক বাহিনী: পর্যবেক্ষক সংস্থা

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৯:২০
ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস): সুদানের দারফুরের অবরুদ্ধ আল-ফাশার শহর থেকে পালানোর চেষ্টা করা ১৪ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। 

আজ সোমবার মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ এ তথ্য জানিয়েছে। 

খার্তুম থেকে এএফপি জানায়, উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশার উপকণ্ঠে একটি গ্রামে এই হামলা ঘটে। মাত্র দুই দিন আগে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নিযুক্ত প্রশাসন ওই শহরের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানায় এবং তাদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে ২৭ মাসেরও বেশি সময় ধরে লড়াই করছে আরএসএফ। মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ আরএসএফ ও দেশটির সেনাবাহিনীর মধ্যকার যুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিবদ্ধ করছে। সংস্থাটি জানায়, শনিবারের হামলায় ১৪ জন নিহত হয়েছেন, আরও অনেকে আহত হয়েছেন। কতজন বেসামরিক নাগরিক আটক হয়েছেন, তা জানা যায়নি।

সংগঠনটি জানায়, নিহতরা আল-ফাশার থেকে পালিয়ে অবরোধ এবং ক্রমবর্ধমান সংঘাত থেকে বাঁচার চেষ্টা করেছিলেন। তখন তাদের ওপর হামলা করা হয়। 

দারফুর বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন এবং সাংবাদিক প্রবেশে বাধা থাকায় এএফপি তাৎক্ষণিকভাবে এই হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি।

আরএসএফ সম্প্রতি উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশার শহরের ওপর নতুন করে হামলা শুরু করেছে। তারা ২০২৪ সালের মে মাস থেকে শহরটিকে অবরুদ্ধ করে রাখলেও এখনো সেনাবাহিনীর কাছ থেকে দখল নিতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় বিএনপির বিজয় র‌্যালি ৬ আগস্ট
বিমানবাহিনীর অভ্যন্তরে ‘র’ নেটওয়ার্ক ফাঁস শীর্ষক প্রতিবেদনটি বিভ্রান্তিকর 
পরিচয় শনাক্তে জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের লাশ উত্তোলনের নির্দেশ
গণতন্ত্র উত্তরণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল
সিলেট সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নালায় পড়ে জ্যোতির মৃত্যুর ঘটনা তদন্ত চেয়ে রিট 
দ্রোহের মিছিলে সিলেটের গ্রামীণ জনপদ, দিনভর সংঘর্ষ ও গুলিতে নিহত ৬
স্ত্রীসহ সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা
চট্টগ্রাম বন্দরের জরুরি সতর্কতা: খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট 
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত: তথ্য উপদেষ্টা
১০