সুদানের অবরুদ্ধ শহরে ১৪ নাগরিককে হত্যা করেছে আধাসামরিক বাহিনী: পর্যবেক্ষক সংস্থা

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৯:২০
ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস): সুদানের দারফুরের অবরুদ্ধ আল-ফাশার শহর থেকে পালানোর চেষ্টা করা ১৪ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। 

আজ সোমবার মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ এ তথ্য জানিয়েছে। 

খার্তুম থেকে এএফপি জানায়, উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশার উপকণ্ঠে একটি গ্রামে এই হামলা ঘটে। মাত্র দুই দিন আগে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নিযুক্ত প্রশাসন ওই শহরের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানায় এবং তাদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে ২৭ মাসেরও বেশি সময় ধরে লড়াই করছে আরএসএফ। মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ আরএসএফ ও দেশটির সেনাবাহিনীর মধ্যকার যুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিবদ্ধ করছে। সংস্থাটি জানায়, শনিবারের হামলায় ১৪ জন নিহত হয়েছেন, আরও অনেকে আহত হয়েছেন। কতজন বেসামরিক নাগরিক আটক হয়েছেন, তা জানা যায়নি।

সংগঠনটি জানায়, নিহতরা আল-ফাশার থেকে পালিয়ে অবরোধ এবং ক্রমবর্ধমান সংঘাত থেকে বাঁচার চেষ্টা করেছিলেন। তখন তাদের ওপর হামলা করা হয়। 

দারফুর বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন এবং সাংবাদিক প্রবেশে বাধা থাকায় এএফপি তাৎক্ষণিকভাবে এই হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি।

আরএসএফ সম্প্রতি উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশার শহরের ওপর নতুন করে হামলা শুরু করেছে। তারা ২০২৪ সালের মে মাস থেকে শহরটিকে অবরুদ্ধ করে রাখলেও এখনো সেনাবাহিনীর কাছ থেকে দখল নিতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নভেম্বরের তৃতীয় সপ্তাহে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ উদ্যাপনের উদ্যোগ
‎ঝালকাঠিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন: ১ লাখ ৫৮ হাজার ৪৯৭ শিশু এ টিকার আওতায়
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাগেরহাটে মাদক ও নগদ অর্থসহ দুই কারবারি গ্রেপ্তার
৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের অবিনাশ
মাদাগাস্কারে 'অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা' চলছে: প্রেসিডেন্ট
নড়াইলে আইন শৃঙ্খলা কমিটির সভা
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ চীনের
চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুর্গ থেকে পরিবারগুলো সরিয়ে নেওয়া হচ্ছে
১০