ব্রাজিলে গত ২৫ বছরের মধ্যে সর্ববৃহৎ তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান 

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২০:৪৪

ঢাকা, ৪ আগস্ট ২০২৫ (বাসস): ব্রাজিলের উপকূলে ২৫ বছরের মধ্যে সর্ববৃহৎ তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটেনের বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি (ব্রিটিশ পেট্রোলিয়াম)।

কোম্পানিটি বর্তমানে পুনরায় জীবাশ্ম জ্বালানি খাতে মনোনিবেশ করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময় এই তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রাপ্তি হিসেবে এসেছে।

লন্ডন থেকে এএফপি জানায়, বিপি জানিয়েছে, তারা ব্রাজিলের বিখ্যাত শহর রিও ডি জেনেইরো থেকে ৪০৪ কিলোমিটার দূরে ২ হাজার ৩৭২ মিটার পানির গভীরে তেল ও গ্যাসের সন্ধান পেয়েছে।

বিপি’র উৎপাদন ও পরিচালনা বিষয়ক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট গর্ডন বিরেল বলেন, আমাদের অনুসন্ধান দলের জন্য এটি একটি ব্যতিক্রমী সাফল্যের বছর হিসেবে যুক্ত হলো, যা আমাদের আপস্ট্রিম খাতকে সম্প্রসারণে প্রতিশ্রুতিরই প্রমাণ।

চলতি বছর বিপির এটি দশম আবিষ্কার। তেল ও গ্যাসের সর্বশেষ সন্ধানের খবর প্রকাশের পর লন্ডনে বিপির শেয়ারের দাম এক শতাংশেরও বেশি বেড়ে গেছে।

বিপি তাদের বৈশ্বিক অনুসন্ধান কর্মসূচি জোরদার করছে। আগামী তিন বছরে তাদের প্রায় ৪০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ২০২৫ সালেই ১৫টি পর্যন্ত কূপ খনন করা হতে পারে।

বহুজাতিক কোম্পানিটি ২০৩০ সালে প্রতিদিন ২৩ থেকে ২৫ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে
যশোরে খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরির কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১০
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
১০