বেইজিংয়ে ভারী বৃষ্টিপাত, সরিয়ে নেওয়া হয়েছে ৮০ হাজারেরও বেশি মানুষ

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৭:০৯

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) :  চীনের রাজধানী বেইজিং থেকে ৮২ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত সপ্তাহে উপশহরগুলোতে বন্যায় বহু মানুষের মৃত্যু হওয়ার পর, শহরের বেশ কয়েকটি এলাকা ভারী বৃষ্টিপাতের ঝুঁকিতে রয়েছে। 

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ সংবাদ জানিয়েছে।

শহরের বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তরের উদ্বৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে যে, স্থানীয় সময় সোমবার রাত ৯:০০টা পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা থেকে হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনা কর্তৃপক্ষ গত সপ্তাহের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপশহর মিয়ুনে বন্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। সেইসাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফাংশান, পশ্চিম মেন্টোগু ও উত্তর হুয়াইরোতেও সতর্কতা জারি করেছে।

পৌর আবহাওয়া পরিষেবা সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে, যা চার-স্তরের ব্যবস্থার মধ্যে সর্বোচ্চ।

সরকারি পরিসংখ্যান অনুসারে, গত সপ্তাহে বেইজিংয়ের উত্তরাঞ্চলীয় উপশহরগুলোতে বন্যায় কমপক্ষে ৪৪ জনের প্রাণহানি ও নয় জন নিখোঁজ রয়েছে। এর মধ্যে ৩১ জনের মৃত্যু হয় মিয়ুন এলাকার একটি বৃদ্ধনিবাসে। যেখানে স্থানীয় এক কর্মকর্তা দুর্যোগ প্রস্তুতিতে ‘ঘাটতির’ কথা স্বীকার করেছেন।

ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, পানির স্রোতের তোড় এতটাই  ছিল যে, তারা প্রস্তুতি নেওয়ার আগেই তা ঘরবাড়ি ও গ্রাম ধ্বংস করে দেয়।

গ্রীষ্মকালে প্রায়ই চীনে প্রাকৃতিক দুর্যোগ ঘটে, এ সময় কোনো কোনো অঞ্চলে ভারী বর্ষণ হয়। আবার কিছু অঞ্চলে তীব্র তাপদাহে পুড়ে যায়।

বিশ্বের সবচেয়ে বড় কার্বন নির্গমনকারী দেশ চীন, যেখানে জলবায়ু পরিবর্তনজনিত চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। 

তবে চীন একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির পাওয়ার হাউসও । ২০৬০ সালের মধ্যে তারা দেশকে ‘কার্বন নিরপেক্ষ’ করার লক্ষ্য নির্ধারণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
নভেম্বরের তৃতীয় সপ্তাহে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ উদ্যাপনের উদ্যোগ
‎ঝালকাঠিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন: ১ লাখ ৫৮ হাজার ৪৯৭ শিশু এ টিকার আওতায়
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাগেরহাটে মাদক ও নগদ অর্থসহ দুই কারবারি গ্রেপ্তার
৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের অবিনাশ
মাদাগাস্কারে 'অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা' চলছে: প্রেসিডেন্ট
নড়াইলে আইন শৃঙ্খলা কমিটির সভা
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ চীনের
চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর
১০