বেইজিংয়ে ভারী বৃষ্টিপাত, সরিয়ে নেওয়া হয়েছে ৮০ হাজারেরও বেশি মানুষ

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৭:০৯

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) :  চীনের রাজধানী বেইজিং থেকে ৮২ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত সপ্তাহে উপশহরগুলোতে বন্যায় বহু মানুষের মৃত্যু হওয়ার পর, শহরের বেশ কয়েকটি এলাকা ভারী বৃষ্টিপাতের ঝুঁকিতে রয়েছে। 

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ সংবাদ জানিয়েছে।

শহরের বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তরের উদ্বৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে যে, স্থানীয় সময় সোমবার রাত ৯:০০টা পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা থেকে হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনা কর্তৃপক্ষ গত সপ্তাহের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপশহর মিয়ুনে বন্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। সেইসাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফাংশান, পশ্চিম মেন্টোগু ও উত্তর হুয়াইরোতেও সতর্কতা জারি করেছে।

পৌর আবহাওয়া পরিষেবা সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে, যা চার-স্তরের ব্যবস্থার মধ্যে সর্বোচ্চ।

সরকারি পরিসংখ্যান অনুসারে, গত সপ্তাহে বেইজিংয়ের উত্তরাঞ্চলীয় উপশহরগুলোতে বন্যায় কমপক্ষে ৪৪ জনের প্রাণহানি ও নয় জন নিখোঁজ রয়েছে। এর মধ্যে ৩১ জনের মৃত্যু হয় মিয়ুন এলাকার একটি বৃদ্ধনিবাসে। যেখানে স্থানীয় এক কর্মকর্তা দুর্যোগ প্রস্তুতিতে ‘ঘাটতির’ কথা স্বীকার করেছেন।

ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, পানির স্রোতের তোড় এতটাই  ছিল যে, তারা প্রস্তুতি নেওয়ার আগেই তা ঘরবাড়ি ও গ্রাম ধ্বংস করে দেয়।

গ্রীষ্মকালে প্রায়ই চীনে প্রাকৃতিক দুর্যোগ ঘটে, এ সময় কোনো কোনো অঞ্চলে ভারী বর্ষণ হয়। আবার কিছু অঞ্চলে তীব্র তাপদাহে পুড়ে যায়।

বিশ্বের সবচেয়ে বড় কার্বন নির্গমনকারী দেশ চীন, যেখানে জলবায়ু পরিবর্তনজনিত চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। 

তবে চীন একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির পাওয়ার হাউসও । ২০৬০ সালের মধ্যে তারা দেশকে ‘কার্বন নিরপেক্ষ’ করার লক্ষ্য নির্ধারণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০