গাজার সঙ্গে বাণিজ্য আংশিকভাবে পুনরায় চালু করবে ইসরাইল

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৯:০৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস): মানবিক সাহায্যের ওপর নির্ভরতা কমাতে গাজার সঙ্গে আংশিকভাবে বেসরকারি খাতের বাণিজ্য পুনরায় চালু করবে ইসরাইল। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি কার্যক্রমের সমন্বয়কারী ইউনিট সিওজিএটি আজ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে।

জেরুজালেম থেকে এএফপি জানায়, সিওজিএটি বলেছে, বাণিজ্য চালুর জন্য প্রতিরক্ষা সংস্থার মাধ্যমে বেশ কয়েকটি মানদণ্ডে যাচাই-বাছাইয়ের মাধ্যমে স্বল্প সংখ্যক স্থানীয় ব্যবসায়ীকে অনুমোদন দেওয়া হয়েছে।

ইসরাইল ২২ মাস ধরে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করছে। গত ২ মার্চ থেকে গাজায় সম্পূর্ণ অবরোধ জারির পর মার্কিন-সমর্থিত একটি বেসরকারি সংস্থার খাদ্য বিতরণ কেন্দ্র খুলতে সহায়তার জন্য মে মাসে আংশিকভাবে তা তুলে নেওয়া হয়।

যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, জাতিসংঘের বিশেষজ্ঞদের প্রতিবেদনে এ ধরনের সতর্কতার পর গত মাসে আরব দেশগুলো ও ইউরোপীয় সামরিক বাহিনী ত্রাণ পাঠাতে শুরু করে। বিমান থেকেও ত্রাণ পাঠানো হয়।

সিওজিএটির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় পণ্য আমদানির ক্ষেত্রে হামাসের সম্পৃক্ততা রোধ করতে উপত্যকায় প্রবেশের আগে বেসরকারি খাতের অর্থের যোগান খতিয়ে দেখা হবে এবং ইসরায়েলি সামরিক বাহিনী বিষয়টি দেখভাল করবে।

সিওজিএটি আরো জানিয়েছে, অনুমোদিত পণ্যগুলোর মধ্যে ফল, শাকসবজি, শিশুখাদ্য ও চিকিৎসা সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
নভেম্বরের তৃতীয় সপ্তাহে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ উদ্যাপনের উদ্যোগ
‎ঝালকাঠিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন: ১ লাখ ৫৮ হাজার ৪৯৭ শিশু এ টিকার আওতায়
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাগেরহাটে মাদক ও নগদ অর্থসহ দুই কারবারি গ্রেপ্তার
৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের অবিনাশ
মাদাগাস্কারে 'অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা' চলছে: প্রেসিডেন্ট
নড়াইলে আইন শৃঙ্খলা কমিটির সভা
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ চীনের
চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর
১০