গাজার সঙ্গে বাণিজ্য আংশিকভাবে পুনরায় চালু করবে ইসরাইল

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৯:০৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস): মানবিক সাহায্যের ওপর নির্ভরতা কমাতে গাজার সঙ্গে আংশিকভাবে বেসরকারি খাতের বাণিজ্য পুনরায় চালু করবে ইসরাইল। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি কার্যক্রমের সমন্বয়কারী ইউনিট সিওজিএটি আজ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে।

জেরুজালেম থেকে এএফপি জানায়, সিওজিএটি বলেছে, বাণিজ্য চালুর জন্য প্রতিরক্ষা সংস্থার মাধ্যমে বেশ কয়েকটি মানদণ্ডে যাচাই-বাছাইয়ের মাধ্যমে স্বল্প সংখ্যক স্থানীয় ব্যবসায়ীকে অনুমোদন দেওয়া হয়েছে।

ইসরাইল ২২ মাস ধরে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করছে। গত ২ মার্চ থেকে গাজায় সম্পূর্ণ অবরোধ জারির পর মার্কিন-সমর্থিত একটি বেসরকারি সংস্থার খাদ্য বিতরণ কেন্দ্র খুলতে সহায়তার জন্য মে মাসে আংশিকভাবে তা তুলে নেওয়া হয়।

যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, জাতিসংঘের বিশেষজ্ঞদের প্রতিবেদনে এ ধরনের সতর্কতার পর গত মাসে আরব দেশগুলো ও ইউরোপীয় সামরিক বাহিনী ত্রাণ পাঠাতে শুরু করে। বিমান থেকেও ত্রাণ পাঠানো হয়।

সিওজিএটির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় পণ্য আমদানির ক্ষেত্রে হামাসের সম্পৃক্ততা রোধ করতে উপত্যকায় প্রবেশের আগে বেসরকারি খাতের অর্থের যোগান খতিয়ে দেখা হবে এবং ইসরায়েলি সামরিক বাহিনী বিষয়টি দেখভাল করবে।

সিওজিএটি আরো জানিয়েছে, অনুমোদিত পণ্যগুলোর মধ্যে ফল, শাকসবজি, শিশুখাদ্য ও চিকিৎসা সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জেনেভায় প্লাস্টিক দূষণবিরোধী চুক্তির আলোচনা শুরু
পিবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’
ভবিষ্যতে কোনো সরকার যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে হবে : প্রধান উপদেষ্টা
২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা
৩৬ জুলাই’র অর্জনকে ধরে রাখতে হবে: ডিএসসিসি প্রশাসক
সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে : আমীর খসরু
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সড়ক বিভাগের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল
প্রথম দিনেই ই-রিটার্ন জমা দিলেন ১০ হাজারের বেশি করদাতা: এনবিআর
নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
১০