উজবেকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০০:২০
ছবি : বাসস

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় 'জুলাই-গণঅভ্যুত্থান দিবস' পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির প্রথম পর্বে দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ উপলক্ষে  রাষ্ট্রপতি ও  প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জনগণের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উজবেকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেক্টর, ডেপুটি-রেক্টর ও শিক্ষকদের অংশগ্রহণে বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক: তরুণদের ক্ষমতায়ন ও সম্পৃক্ততা- শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সঞ্চালনায় এ বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উজবেকিস্তান ডিপ্লোম্যাট বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. উমিদ মাহামুদভ এবং উজবেকিস্তান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব ইকোনোমি ও ডিপ্লোম্যাসি এর ডেপুটি রেক্টর ড. মোজাফফর জালালভ।

রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ইতিবাচক পরিবর্তন আননয়নের ক্ষেত্রে তরুণ ও ছাত্রসমাজের বলিষ্ঠ ভূমিকা ও নেতৃত্বের বর্ণনা করেন। এ প্রসঙ্গে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও পটভূমির উপর আলোকপাত করে তিনি বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের সংগ্রাম, প্রত্যয় ও সংকল্পের কথা তুলে ধরেন। বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার সম্পর্কের বর্তমান অবস্থা ও অগ্রযাত্রার বর্ণনা দিয়ে সম্পর্ককে আরো গতিশীল ও ফলপ্রসূ করতে দু'দেশের তরুণ সমাজের শক্তি, মেধা ও সৃজনশীলতাকে যথাযথভাবে কাজে লাগানোর উপর জোর গুরুত্ব আরোপ করেন।

একই দিনে দূতাবাস ‘বাংলাদেশ: তারুণ্যের কন্ঠস্বর’ শীর্ষক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে উজবেকিস্তান আর্ট একাডেমীর তরুণ চিত্রশিল্পীগণ অংশগ্রহণ করেন। উজবেক শিল্পীদের অঙ্কনে এক প্রাণবন্ত ও বৈচিত্র্যময় বাংলাদেশের ছবি ফুটে উঠে, যা উপস্থিত দর্শকদের বিমোহিত করে। উজবেকিস্তান আর্ট একাডেমির শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও উজবেকিস্তানের একাডেমিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া অঙ্গনের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় তারা দূতাবাসে ‌‘জুলাই বিওন্ড বর্ডারস’ শিরোনামে প্রদর্শিত ছবিগুলো ঘুরে দেখেন। চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী গৃহীত কর্মসূচির সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে : মাসুদ সাঈদী
উজবেকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল : সালাহউদ্দিন আহমেদ
‘জুলাই সনদ’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে : প্রধান উপদেষ্টা
সিলেটে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন
ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে:  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
ক্যাম্পাসগুলো বন্ধের পর আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠে পুরো বাংলাদেশ : আসিফ মাহমুদ
কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা : আব্দুল্লাহ তাহের
১০