ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০০:৩২
ছবি : বাসস

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ভিয়েতনামের হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর পরিবেশে আজ ঐতিহাসিক জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিয়েতনামে বসবাসরত বিভিন্ন পেশা শ্রেণীর প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

আলোচনা পর্বে মূল বক্তব্য রাখেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে নিহত সকল শহীদদের।

তিনি বলেন, জুলাই গনঅভ্যুত্থান দিবসে ফ্যাসিবাদি অপশাসন থেকে চূড়ান্ত মুক্তি পায় দেশের জনগণ। রাজপথে লড়াই করে, বুকে গুলি নিয়ে শহিদ হন হাজার হাজার ছাত্র-নারী-শিশু ও জনতা। আহত হয়ে এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে অনেক প্রাণ। এত তাজা প্রাণের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম  আলোচনা পর্ব শেষে 'জুলাই বিওন্ড বর্ডারস’ শীর্ষক একটি আলোকচিত্র এবং জুলাই-আগস্ট গনঅভ্যুত্থান সম্পর্কিত কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান নাসির উদদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে
যশোরে খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরির কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১০
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
১০