ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০০:৩২
ছবি : বাসস

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ভিয়েতনামের হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর পরিবেশে আজ ঐতিহাসিক জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিয়েতনামে বসবাসরত বিভিন্ন পেশা শ্রেণীর প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

আলোচনা পর্বে মূল বক্তব্য রাখেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে নিহত সকল শহীদদের।

তিনি বলেন, জুলাই গনঅভ্যুত্থান দিবসে ফ্যাসিবাদি অপশাসন থেকে চূড়ান্ত মুক্তি পায় দেশের জনগণ। রাজপথে লড়াই করে, বুকে গুলি নিয়ে শহিদ হন হাজার হাজার ছাত্র-নারী-শিশু ও জনতা। আহত হয়ে এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে অনেক প্রাণ। এত তাজা প্রাণের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম  আলোচনা পর্ব শেষে 'জুলাই বিওন্ড বর্ডারস’ শীর্ষক একটি আলোকচিত্র এবং জুলাই-আগস্ট গনঅভ্যুত্থান সম্পর্কিত কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান নাসির উদদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
নভেম্বরের তৃতীয় সপ্তাহে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ উদ্যাপনের উদ্যোগ
‎ঝালকাঠিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন: ১ লাখ ৫৮ হাজার ৪৯৭ শিশু এ টিকার আওতায়
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাগেরহাটে মাদক ও নগদ অর্থসহ দুই কারবারি গ্রেপ্তার
৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের অবিনাশ
মাদাগাস্কারে 'অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা' চলছে: প্রেসিডেন্ট
নড়াইলে আইন শৃঙ্খলা কমিটির সভা
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ চীনের
চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর
১০