লস এঞ্জেলেসে ২০২৮ সালের অলিম্পিকের জন্য নতুন টাস্ক ফোর্স গঠন করলেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১১:৩৮

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে ২০২৮ সালের অলিম্পিক গেমস অনুষ্ঠানের জন্য একটি নতুন টাস্ক ফোর্স গঠন করেছেন। ট্রাম্প নিজেই এর নেতৃত্ব দেবেন। ডেমোক্র্যাট-শাসিত শহরটি প্রায়শই রিপাবলিকান মার্কিন রাষ্ট্রপতির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

২০২৮ সালের লস এঞ্জেলেস অলিম্পিকের সুষ্ঠু ও নিরাপদ আয়োজনের লক্ষ্যে এই টাস্ক ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

টাস্ক ফোর্সটি লস এঞ্জেলেসে ২০২৮ অনুষ্ঠেয় অলিম্পিকের নিরাপত্তা, ব্যবস্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তদারকির দায়িত্ব ফেডারেল সরকারের সাথে যোগাযোগ করে পালন করবে। 

ট্রাম্প চেয়ারম্যান হিসেবে এই টাস্ক ফোর্সে দায়িত্ব পালন করবেন এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাস্ক ফোর্সের ভাইস-চেয়ারম্যান হিসাবে থাকবেন। তার মন্ত্রিসভার সদস্যরাও এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

হোয়াইট হাউসে স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প এই আদেশে স্বাক্ষর করেছেন। তিনি বলেছেন, ‘আমরা অলিম্পিককে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় সবকিছু করব’। যার মধ্যে ‘আমাদের ন্যাশনাল গার্ড বা সামরিক বাহিনী’ মোতায়েন  করাও অন্তর্ভুক্ত রয়েছে। 

গত জুন মাসে গভর্নর গ্যাভিন নিউসমের ইচ্ছার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ড মোতায়েনের তার অত্যন্ত অস্বাভাবিক সিদ্ধান্তের মাধ্যমে তিনি লস অ্যাঞ্জেলেস এবং রাজ্য কর্মকর্তাদের ক্ষুব্ধ করেন।

ট্রাম্প দাবি করেন যে, লস অ্যাঞ্জেলেসে ফেডারেল অভিবাসন অভিযানের বিরুদ্ধে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তা দমন করার জন্য এই মোতায়েনের প্রয়োজন ছিল। লস অ্যাঞ্জেলেসে বিশাল অভিবাসী জনসংখ্যা রয়েছে।

মঙ্গলবার তিনি শহরের ডেমোক্র্যাটিক মেয়র কারেন বাসের সাথে তার বিরোধকে দ্বিগুণ করে তাকে ‘খুব দক্ষ নন’ বলে অভিহিত করেন।

ট্রাম্প এর আগে জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসের দাবানলের প্রতিরোধে তার পদক্ষেপের সমালোচনা করেন।

তবে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান কেসি ওয়াসারম্যান হোয়াইট হাউসে টাস্ক ফোর্স ঘোষণার জন্য ট্রাম্পের সাথে যোগ দেওয়ার সময় কোনও বিরোধের ইঙ্গিত দেননি।

ওয়াসারম্যান বলেন, ‘আপনি প্রতিটি পদক্ষেপে সমর্থনকারী এবং সহায়ক ছিলেন এবং আমরা আপনাকে সহযোগিতা ছাড়া এখানে থাকতাম না’। 

ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালের সেপ্টেম্বরে লস অ্যাঞ্জেলেসকে ২০২৮ সালের অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের আয়োজক শহর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।  

১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেসে শেষবারের মতো গেমস আয়োজনের সময় ক্রীড়াবিদদের দেওয়া স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদকের উদাহরণ দিয়ে ওয়াসারম্যান প্রেসিডেন্টের প্রশংসা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমানের শ্বশুরের ৪১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বাংলার জমিনে রয়ে গেছে : অধ্যক্ষ আলমগীর হোসেন
সমাজকল্যাণমূলক বিভিন্ন সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: শারমীন এস মুরশিদ 
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৪২৮
সংসদ নির্বাচন নিয়ে মাঠপর্যায়ে মতবিনিময় করতে রংপুর যাচ্ছেন সিইসি
রাফিউস সাজ্জাদ বাপাউবো প্রকৌশলী সমিতির কমিটির আহ্বায়ক
ওএসডি হওয়া ৭৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ধর্ম উপদেষ্টা / সারাদেশে বেহাত ওয়াক্ফ সম্পত্তি উদ্ধারে অভিযান শুরু হচ্ছে : ধর্ম উপদেষ্টা 
‘মওদূদীর ইসলাম’ বলে স্বতন্ত্র কোন ইসলাম নেই: বাংলাদেশ জামায়াতে ইসলামী
ভ্যান্স ২০২৮ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন 
১০