ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : বিশ্বব্যাপী মাংস শিল্পের দুটি প্রধান ব্রাজিলিয়ান খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান মারফ্রিগ ও বিএআরএফ-এর একীভূতকরণ প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। যদিও এটি কার্যকর হতে এখনো সরকারের অনুমোদন প্রয়োজন।
সাও পাওলো থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় গরুর মাংস ও মুরগির রপ্তানিকারক দেশ ব্রাজিল। দেশটি নিজেও বড় ভোক্তা এবং নতুন একীভূত সত্তা এমবিআরএফ একটি বিশাল বৈশ্বিক কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। মারফ্রিগ ইতোমধ্যেই বিএআরএফ-এর প্রায় ৬০ শতাংশ শেয়ারের মালিক হয়েছে।
এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘এই চুক্তির সফল সমাপ্তিতে কোম্পানিগুলো আশাবাদী, তবে এটি এখনো ব্রাজিলের জাতীয় প্রতিযোগিতা কর্তৃপক্ষ কাডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’
অন্য একটি মাংস কোম্পানি মিনারভা এই একীভূতকরণের বিরুদ্ধে আপিল করেছে। কারণ, এটি সৌদি আরবের বিনিয়োগ তহবিল এসএএলআই-কে এমবিআরএফ এবং মিনারভা উভয় কোম্পানিতেই প্রভাবশালী শেয়ারহোল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করার ঝুঁকি তৈরি করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে।
একীভূতকরণটি অনুমোদিত হলে, এমবিআরএফ-এর কর্মী সংখ্যা হবে ১,৩০,০০০ এবং কার্যক্রম চলবে ১১৭টি দেশে, বার্ষিক উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ৮ মিলিয়ন টন। যা একে বিশ্বের অন্যতম বৃহৎ মাংস কোম্পানিতে পরিণত করবে।