ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : হিমালয় অঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যার একদিন পর নিখোঁজদের সন্ধানে বুধবার ভারতীয় সেনাবাহিনী শিকারী কুকুর, ড্রোন এবং মাটি সরানোর ভারী সরঞ্জাম নিয়ে এসেছে।
নয়াদিল্লি থেকে এএফপি এ খবর জানায়।
উত্তরাখণ্ড রাজ্যের ধরালী শহরে কর্দমাক্ত জল ও ধ্বংসাবশেষের প্রাচীর ভেঙে একটি সংকীর্ণ পাহাড়ি উপত্যকা ভেঙে পড়ার পর কমপক্ষে চারজনের প্রাণহানি এবং ১১ জন সেনাসহ প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন।
বুধবার সেনাবাহিনী জানিয়েছে, ‘উদদ্ধার প্রচেষ্টা ত্বরান্বিত করার জন্য অতিরিক্ত সেনা কলাম, সেনাবাহিনীর ট্র্যাকার কুকুর, লজিস্টিক ড্রোন, মাটি সরানোর সরঞ্জাম ইত্যাদি মোতায়েন করা হয়েছে।’
সামরিক হেলিকপ্টারগুলো (আটক পড়া) লোকদের সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সরবরাহ, ওষুধসহ কাজ করছে।
উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন যে প্রবল বৃষ্টির কারণে বন্যা হয়েছে। উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিওতে মঙ্গলবার বিকেলে পর্যটন অঞ্চলে বহুতল অ্যাপার্টমেন্টের ব্লকগুলো কাদাযুক্ত জলের ভয়াবহ ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যেতে দেখা গেছে।
ঢেউ পুরো ভবন উপড়ে ফেলেছে। ডুবে যাওয়ার আগে বেশ ক’জনকে দৌড়াতে দেখা গেছে।
প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ মঙ্গলবার গভীর রাতে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) সংবাদ সংস্থাকে বলেছেন তিনি ‘চারজনের মৃত্যুর এবং প্রায় ১০০ জন নিখোঁজ’ হওয়ার খবর পেয়েছেন।