গাজায় ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত ২০

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:০৮ আপডেট: : ০৬ আগস্ট ২০২৫, ১৬:১২

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজা উপত্যকার  নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে একটি  ত্রাণবাহী ট্রাক উল্টে ২০ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা বুধবার এ তথ্য জানিয়েছে। 

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, ‘গত মধ্যরাতে ত্রাণ বহনকারী একটি ট্রাক উল্টে ২০ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। তিনি বলেন, শত শত বেসামরিক মানুষ সাহায্যের জন্য অপেক্ষা করছিল।

বাসাল আরো বলেন, নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে  ঘটনাটি ঘটে। ওই ট্রাকটি একটি অনিরাপদ রাস্তা দিয়ে চলছিল। এখানে ইসরাইল আগে বোমা হামলা চালিয়েছিল।

ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানিয়েছে, তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে।

হামাস অভিযোগ করেছে, ইসরাইল ট্রাক চালকদের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে পৌঁছানোর জন্য বিপজ্জনক পথ ব্যবহার করতে এবং ‘ইচ্ছাকৃতভাবে অনাহার এবং বিশৃঙ্খলা তৈরি’ করার জন্য বাধ্য করেছে।

হামাসের মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল ট্রাক চালকদের ‘অনাহারে থাকা বেসামরিক নাগরিকদের ভিড়ে ভরা রুটে চলাচল করতে বাধ্য করছে। ত্রাণ সংগ্রহের জন্য সপ্তাহের পর সপ্তাহ ধরে মৌলিক চাহিদা পূরণের জন্য অপেক্ষা করছে গাজা বাসিন্দা।’

হামাসের মিডিয়া অফিস বিবৃতিতে আরো বলেছে, ‘ত্রাণ সংগ্রহের জন্য প্রায়শই বিপুল সংখ্যক মানুষ ট্রাকগুলোতে ভিড় জমায়’। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে
যশোরে খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরির কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১০
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
১০