গরুর মাংস আমদানির তদন্তের মেয়াদ বাড়ালো চীন

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৩৫

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): চীনের বাণিজ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, গরুর মাংস আমদানি দেশীয় শিল্পে ক্ষতিকর প্রভাব ফেলেছে কি না তা খতিয়ে দেখতে মাসব্যাপী চলমান তদন্তের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
বেইজিং থেকে এএফপি এ সংবাদ জানায়। 

অতিরিক্ত সরবরাহ ও চাহিদার ঘাটতি এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীনের প্রবৃদ্ধি ধীরগতিতে চলার কারণে গত কয়েক বছরে চীনে গরুর মাংসের দাম ক্রমাগত হ্রাস পেয়েছে। 

একই সময়ে চীনে গরুর মাংসের আমদানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।  বিশেষ করে দেশটি ব্রাজিল, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মতো দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে। 

চীনের বাণিজ্য মন্ত্রণালয় গত ডিসেম্বরে দেশীয় শিল্পের প্রতিনিধিদের অনুরোধে আমদানিকৃত গরুর মাংসের ওপর অতিরিক্ত আমদানি বিরোধী তদন্ত শুরু করে।

বাণিজ্য মন্ত্রণালয় স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্ধৃতি দিয়ে জানায়, সাম্প্রতিক বছরগুলোতে গরুর মাংস আমদানি বৃদ্ধি পাওয়ায় ‘দেশীয় শিল্পের ওপর উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলেছে।’ তদন্তের মেয়াদ শুরুতে ৮ মাস নির্ধারণ করা হয়েছিল। তবে ‘বিশেষ পরিস্থিতিতে’ তা বর্ধিত করা যেতে পারে বলে আগেই উল্লেখ করা হয়েছিল।

বুধবার মন্ত্রণালয় জানায়, এই মামলাটি জটিল হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় ২৬ নভেম্বর, ২০২৫ পর্যন্ত তদন্তের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একটি পৃথক বিবৃতিতে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘তদন্তের পরিধি ও কার্যভার বিশাল।’

চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, এই তদন্ত বিভিন্ন রপ্তানিকারক দেশ, গবাদি পশু খামারি এবং শিল্প সংগঠনের পক্ষ থেকে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে, এবং তারা সংশ্লিষ্ট নথিপত্র জমা দিয়েছে।

তদন্তকারীরা সব পক্ষের মতামত পর্যালোচনা করছেন এবং ‘রক্ষামূলক ব্যবস্থাগ্রহণ’ করার মতো অবস্থা হয়েছে কি না, সতর্কতার সঙ্গে মূল্যায়ন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নভেম্বরের তৃতীয় সপ্তাহে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ উদ্যাপনের উদ্যোগ
‎ঝালকাঠিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন: ১ লাখ ৫৮ হাজার ৪৯৭ শিশু এ টিকার আওতায়
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাগেরহাটে মাদক ও নগদ অর্থসহ দুই কারবারি গ্রেপ্তার
৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের অবিনাশ
মাদাগাস্কারে 'অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা' চলছে: প্রেসিডেন্ট
নড়াইলে আইন শৃঙ্খলা কমিটির সভা
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ চীনের
চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুর্গ থেকে পরিবারগুলো সরিয়ে নেওয়া হচ্ছে
১০