ট্রাম্পের দূতের সঙ্গে সাক্ষাৎ করলেন পুতিন

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৭:৪৬ আপডেট: : ০৬ আগস্ট ২০২৫, ১৭:৫০

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

ক্রেমলিনের বরাত দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা পার হয়ে যাওয়ার দুদিন আগেই উইটকফের সঙ্গে দেখা করলেন পুতিন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী শুক্রবারের মধ্যে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ বন্ধের সময়সীমা বেঁধে দিয়েছেন। যুদ্ধ বন্ধ না করলে মস্কো নতুন শাস্তির মুখোমুখি হবে বলেও সতর্ক করেছেন তিনি।

নির্বাচনের আগে ট্রাম্প গর্ব করে বলেছিলেন, দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। ট্রাম্প।

এর আগে তুরস্কের ইস্তাম্বুলে তিন দফা রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় যুদ্ধবিরতির ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। বরং উভয় পক্ষের মধ্যে দূরত্ব আরো বেড়েছে। 

ওয়াশিংটনের চাপ সত্ত্বেও রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। 

ক্রেমলিনের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, বৈঠকের আগে উইটকফের সঙ্গে হাত মেলাচ্ছেন পুতিন। 
তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য মস্কোর ওপর চাপ বাড়াতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমাদের লক্ষ্য ছিল জুলাইয়ের সফলতা, ক্রেডিট নেওয়া নয় : অনিক 
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাট বিএনপির মিছিল
বিডা ও ইউএনডিপি’র মধ্যে সমঝোতা স্মারক নবায়ন
জুলাই গণঅভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চগড়ে বিএনপির মিছিল
এগারো মাদক মামলার আসামি সাদ্দাম হোরোইনসহ গ্রেফতার
বিমসটেকের সঙ্গীত উৎসবে সাংস্কৃতিক ঐতিহ্যের ঝলক
বেক্সিমকো ফার্মা পরিদর্শন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ ও আনিসুজ্জামানের
জনশৃঙ্খলা রক্ষায় প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
৭৮ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
দেশের অর্থনীতি ধ্বংসপ্রায় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে: অর্থ উপদেষ্টা
১০