পুতিনের সঙ্গে ‘খুব শিগগির’ সাক্ষাৎ হতে পারে: ট্রাম্প

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৩:২৮

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, রাশিয়ার  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ‘খুব শিগগিরই’ তিনি দেখা করতে পারেন। 

মস্কোতে তার বিশেষ দূত এবং রাশিয়ার নেতার মধ্যে অনুষ্ঠিত আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়। 

ন্যাটো মহাসচিব মার্ক রুট এবং ব্রিটেন, জার্মানি ও ফিনল্যান্ডের নেতৃবৃন্দসহ কিয়েভের একটি জ্যেষ্ঠ সূত্র জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি ফোনালাপে সম্ভাব্য শীর্ষ সম্মেলনটি নিয়ে আলোচনা করা হয়। 

ইউক্রেনীয় ও রাশিয়ান নেতাদের সঙ্গে তিনি কখন দেখা করবেন জানতে চাওয়া হলে ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘খুব শিগগির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’ 

পুতিনের সাথে বৈঠক কোথায় হতে পারে সে সম্পর্কে তিনি কোনও ইঙ্গিত দেননি। ২০২১ সালের জুনে জেনেভায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পর এটিই হবে প্রথম মার্কিন-রাশিয়া নেতৃত্বের শীর্ষ সম্মেলন।

এই পরিকল্পনার সাথে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন জানিয়েছে, ট্রাম্প আগামী সপ্তাহের প্রথম দিকে পুতিনের সঙ্গে বসতে চান এবং পরে রাশিয়ান নেতা এবং জেলেনস্কির সাথে ত্রিপক্ষীয় বৈঠক করতে চান। 

মার্কিন দূত স্টিভ উইটকফের মস্কোতে রাশিয়ান নেতৃত্বের সাথে দেখা করার পর ক্রেমলিন আলোচনাটিকে ‘ফলপ্রসূ’ বলে বর্ণনা করায় জেলেনস্কির সাথে ট্রাম্পের এ ফোনালাপ হয়।  এদিকে যুদ্ধবিরতিতে ট্রাম্পের বেঁধে দেয়া ডেডলাইন আসন্ন। 

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘অসাধারণ অগ্রগতি হয়েছে!’ তিনি আরো জানান, কিছু ইউরোপীয় মিত্রদের তিনি ব্রিফ করেছেন।

তিনি বলেন, ‘সবাই একমত যে এই যুদ্ধ অবশ্যই শেষ হতে হবে, এবং আমরা আগামী দিন ও সপ্তাহগুলোয় সেই লক্ষ্যে কাজ করব।’

তবে এর কয়েক মিনিট পরে, একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেন, ‘দ্বিতীয় নিষেধাজ্ঞা’ দুই দিনের মধ্যে কার্যকর হবে বলে এখনও ধারণা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, উইটকফ মস্কোর কাছ থেকে একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ফিরে আসছেন যা নিয়ে ইউক্রেন ও ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের সাথে আলোচনা করতে হবে।

তিনি ট্রাম্প-পুতিনের বৈঠকের সময়সূচি সম্পর্কেও সতর্ক করে বলেন, ‘সামনে অনেক কাজ বাকি আছে,  তিনি বলেন ‘হয়তো কয়েক সপ্তাহ’ লেগে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
নভেম্বরের তৃতীয় সপ্তাহে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ উদ্যাপনের উদ্যোগ
‎ঝালকাঠিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন: ১ লাখ ৫৮ হাজার ৪৯৭ শিশু এ টিকার আওতায়
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাগেরহাটে মাদক ও নগদ অর্থসহ দুই কারবারি গ্রেপ্তার
৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের অবিনাশ
মাদাগাস্কারে 'অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা' চলছে: প্রেসিডেন্ট
নড়াইলে আইন শৃঙ্খলা কমিটির সভা
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ চীনের
চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর
১০