ঢাকা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস): জাপানের দক্ষিণাঞ্চলের কাগোশিমা অঞ্চলে নজিরবিহীন ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এই বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
দেশটির আবহাওয়া সংস্থা শুক্রবার এক সতর্কতা জারি করে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাপানের অনেক এলাকায় তীব্র তাপদাহের পর প্রবল বর্ষণের কারণে বন্যা দেখা দিয়েছে। যেখানে জাতীয় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) একজন কর্মকর্তা এক সংবাদ সম্মেলনে বলেন, কাগোশিমাতে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যা এর আগে কখনও হয়নি।
তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় বিপজ্জনক পরিস্থিতি বিদ্যমান থাকতে পারে। মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
আবহাওয়া কর্মকর্তা বলেন, ‘আমরা জনগণকে স্রোত বা পাহাড় থেকে সামান্য দূরে অবস্থিত ভবনগুলোতে অথবা বন্যার ঝুঁকি কম এমন ভবনগুলোতে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি।’
তিনি পৌরসভার আদেশের জন্য অপেক্ষা না করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছেন।
একই সংবাদ সম্মেলনে ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নদীর তীর ভেঙে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন।
কাগোশিমার একটি এলাকায় স্থানীয় সময় ভোর ৪টা ৪০ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টা ধরে ৪৯০ মিলিমিটার (১৯ ইঞ্চি) এরও বেশি বৃষ্টিপাত হয়েছে। কিয়োডো নিউজ অনুসারে, এটি এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বেশি বৃষ্টিপাত।
কাগোশিমার একটি শহর কিরিশিমা, জেএমএর বিশেষ সতর্কতা অনুসরণ করে বাসিন্দাদের সরিয়ে নিতে বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে বলেছে। যা তাদের পাঁচ-স্কেল সিস্টেমের সর্বোচ্চ।
শহরটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘অবিরাম বৃষ্টিপাতের ফলে নদীগুলো ফুলে উঠছে, বন্যার ঝুঁকি তৈরি করছে। ইতোমধ্যেই বাঁধের ওপর বন্যা দেখা দিয়েছে।’
প্রাকৃতিক দুর্যোগটির কারণে কাগোশিমা বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।