ট্রাম্প শিগগিরই পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন 

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১২:৪৭

ঢাকা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন যে, ইউক্রেন যুদ্ধের বিষয়ে আসন্ন আলোচনার জন্য তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। 

তিনি বলেন, যদি পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক নাও করেন, তাহলেও তিনি রাশিয়ান নেতার সঙ্গে বৈঠক করতে পারেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ট্রাম্প মস্কোকে যুদ্ধবিরতিতে পৌঁছুতে অথবা নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে শুক্রবার পর্যন্ত সময় দিয়েছিলেন।

যুদ্ধ শেষ করার পদক্ষেপ না নিলে, আরো কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে রাশিয়া- এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে ওভাল অফিসে সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, যে সেই সময়সীমা এখনও বহাল আছে কি-না? 
ট্রাম্প স্পষ্টভাবে এর উত্তর দেননি।

ট্রাম্প বলেন, ‘এটা (পুতিনের) ওপর নির্ভর করবে’। আমরা দেখব তিনি কী করেন বা বলেন।’

জানুয়ারীতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্প ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক আক্রমণ বন্ধ করার জন্য মস্কোর ওপর চাপ দিয়ে আসছেন।

বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে, ‘আগামী দিনগুলোতে’ পুতিন ট্রাম্পের সাথে একটি শীর্ষ বৈঠকে যোগদান করবেন। তবে রাশিয়ান নেতা মূলত জেলেনস্কিকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, তাকে যে কোনো আলোচনায় সম্পৃক্ত থাকতে হবে।

যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পুতিনের কি শীর্ষ সম্মেলনের আগে জেলেনস্কির সঙ্গে দেখা করা প্রয়োজন, তখন মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘না, তিনি তা করেন না বা দরকার নেই’।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের সম্ভাব্য বৈঠকটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  তবে ওয়াশিংটন এটি নিশ্চিত করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের একটা বড় সুযোগ তৈরি হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ
মাদারীপুরে বিনা মূল্যে ক্লিনিক চালু 
বাসযোগ্য নগর গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি : ডিএনসিসি প্রশাসক
মেঘ রোদ্দুর খেলায় নাটোরে চলছে পাট কাটার উৎসব
সেন্ট মার্টিন দ্বীপের জন্য মহাপরিকল্পনা চূড়ান্তের পথে
নভেম্বরে ‘বে অব বেঙ্গল’ সম্মেলন হবে ঢাকায়
ভেনেজুয়েলায় কারাকাসে বোমা হামলার হুমকি প্রতিহত করল পুলিশ
বিটকয়েনের দিকে ঝুঁকছে কোম্পানিগুলো 
গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনা বন্ধ করতে ইসরাইলের প্রতি জাতিসংঘের আহ্বান
ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশ বাগেরহাটের জেলেরা
১০