ঢাকা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক শুক্রবার বলেছেন, ‘অধিকৃত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ এবং সামরিকভাবে দখলের জন্য ইসরাইলি সরকারের পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে হবে।’
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
তিনি এক বিবৃতিতে বলেন, ‘এটি আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরিপন্থী। ইসরাইলকে যত তাড়াতাড়ি সম্ভব তার দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। সম্মত দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করতে হবে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’