বাড়ি ভাড়া বাড়ানোর অভিযোগে পদত্যাগ করলেন বৃটিশ মন্ত্রী রুশনারা আলী

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১৭:৪৪
বৃটেনের গৃহহীনবিষয়ক মন্ত্রী রুশনারা আলী। ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : নিজের মালিকানাধীন একটি বাড়ির ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানোর খবর প্রকাশ হওয়ায় বৃহস্পতিবার বৃটেনের গৃহহীনবিষয়ক মন্ত্রী রুশনারা আলী সরকার থেকে পদত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের কাছে লেখা পদত্যাগপত্রে লেবার সরকারের গৃহহীনবিষয়ক আন্ডার-সেক্রেটারি রুশনারা আলী বলেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনার কাছে মন্ত্রিত্ব থেকে আমার পদত্যাগপত্র পেশ করছি।’

একদিন আগে ‘আই-পেপার’ দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, রুশনারা আলী তাঁর লন্ডনের বাড়ির চার ভাড়াটিয়াকে চার মাসের মধ্যে বাসা খালি করতে বলেছিলেন। এরপর কয়েক সপ্তাহ পরেই তিনি বাড়িটি নতুন করে ভাড়া দেন, যেখানে মাসিক ভাড়া ৭০০ পাউন্ডের (৯৪০ ডলার) বেশি বাড়ানো হয়েছিল।

এ ঘটনার পর গৃহহীনতা নিয়ে কাজ করা বেশ কয়েকটি সংস্থা এবং বিরোধী দলের সংসদ সদস্যরা ৫০ বছর বয়সী এই মন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত রুশনারা আলীর পদত্যাগপত্রে বলা হয়, ‘সাম্প্রতিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমি জানাতে চাই যে আমি সব সময় প্রাসঙ্গিক সব আইনি বাধ্যবাধকতা অনুসরণ করেছি। আমি বিশ্বাস করি, আমি আমার দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করেছি এবং তথ্যপ্রমাণও তা-ই প্রমাণ করে।’

তিনি আরও বলেন, ‘তবে এটা স্পষ্ট যে আমার পদে থাকা সরকারের উচ্চাকাঙ্ক্ষী কাজ থেকে মনোযোগ সরিয়ে দেবে।’

জবাবে প্রধানমন্ত্রী স্টারমার আবাসন মন্ত্রণালয়ে রুশনারা আলীর ‘সতর্ক কাজের’ জন্য তাঁকে ধন্যবাদ জানান এবং বলেন, ‘ভ্যাগ্র্যান্সি অ্যাক্ট বাতিল করার জন্য আপনার প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে
যশোরে খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরির কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১০
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪
১০