জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টকে স্বদেশে সমাহিত করতে দ. আফ্রিকার আদালতের রায় 

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২১:৫৬
জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট এডগার লুঙ্গু। ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকার একটি আদালত আজ শুক্রবার রায় দিয়েছে, জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট এডগার লুঙ্গুকে তাঁর দেশে সমাহিত করতে হবে। গত ৫ জুন দক্ষিণ আফ্রিকায় মারা গেছেন লুঙ্গু। পরিবার তাঁকে জাম্বিয়ায় সমাহিত করতে রাজি নয়।

জোহানেসবার্গ থেকে এএফপি জানায়, লুঙ্গুকে সমাহিত করার ব্যাপারে জাম্বিয়া সরকার ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে দুই মাস ধরে মতবিরোধ চলছে। জাম্বিয়া সরকার চায়, রাজধানী লুসাকায় রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্যের মাধ্যমে তাঁকে সমাহিত করতে। অন্যদিকে লুঙ্গুর পরিবার চায়, তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার পরিবর্তে দক্ষিণ আফ্রিকায় সমাহিত করতে।

লুঙ্গুর বিধবা স্ত্রী ও সন্তানরা তাঁর মরদেহ নিজ দেশে ফেরত পাঠানোর বিরোধিতা করে বলেন, তারা চান না রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বর্তমান জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা তাঁর শেষকৃত্যে উপস্থিত থাকুক।

আজ শুক্রবার প্রিটোরিয়া’র আদালত এক রায়ে বলেছে, একজন সাবেক প্রেসিডেন্টের ব্যক্তিগত ইচ্ছা কিংবা তাঁর পরিবারের চাওয়া রাষ্ট্রীয় মর্যাদায় সেই ব্যক্তিকে অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে সম্মান জানানোর অধিকারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়।

বিচারক লুঙ্গুর পরিবারকে অবিলম্বে প্রয়াত প্রেসিডেন্টের মরদেহ জাম্বিয়া সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। রাজধানী লুসাকায় তার মরদেহ নিয়ে যাওয়া ও সমাহিতের ব্যবস্থারও নির্দেশ দিয়েছেন তিনি।

৬৮ বছর বয়সী লুঙ্গুর মৃত্যুর প্রকৃত কারণ জানানো হয়নি। তবে তাঁর দল থেকে জানানো হয়েছে, তিনি প্রিটোরিয়ার একটি ক্লিনিকে বিশেষায়িত চিকিৎসা নিচ্ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিন ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ
ইঞ্জিনিয়ারিং কলেজের চলমান সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান শিবিরের
চাঁদপুরে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের আমেজ
আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মধ্যমপন্থিতাই বিএনপির গ্রহণযোগ্যতা : ড. মঈন খান
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সম্পদ ও লিজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো বৈশ্বিক মানদণ্ড চালু
সাতক্ষীরায় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ 
মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের মতবিনিময়
খুলনা বিভাগের ৩২ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা
১০