গ্রিসে সাগরে ঝড়ো হাওয়ায় দুই পর্যটকের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২২:০৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ আগস্ট, ২০২৫(বাসস) : গ্রিসে ঝড়ো হাওয়ার কবলে পড়ে আজ শুক্রবার সাগরে দুজন ভিয়েতনামি পর্যটকের প্রাণহানি ঘটেছে। ঝড়ো হাওয়া বিরাজ করায় অনেক ফেরি বন্দরে আটকে পড়েছে। ফলে হাজার হাজার পর্যটক যাতায়াত করতে না পেরে বেকায়দায় আছেন। ঝড়ো বাতাসের কারণে অ্যাথেন্স শহরের কাছে আগুনও ছড়িয়ে পড়ে।

কোস্টগার্ডের মুখপাত্রের বরাতে অ্যাথেন্স থেকে এএফপি জানায়, ‘সাইক্লেডসের পর্যটন দ্বীপ হিসেবে পরিচিত মিলোসের সারাকিনিকো সৈকতে একজন পুরুষ ও একজন নারী ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে মারা গেছেন। ওই সময় দমকলকর্মীরা অ্যাথেন্স ও কেফালোনিয়া দ্বীপের কাছে আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন।’

কোস্টগার্ডের মুখপাত্র বলেন, ‘ওই পুরুষ ও নারীকে অচেতন অবস্থায় সাগর থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘একটি ক্রুজ শিপে পর্যটকদের দলে ভিয়েতনামি পরিচয়ে এসেছিলেন তারা। নারী পর্যটক জাহাজ থেকে পানিতে পড়ে গেলে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন  পুরুষ লোকটি।’

গ্রিসের দমকল কর্মকর্তাদের সংগঠনের প্রধান কোস্টাস সিগকাস জানান, তিনটি বিমান ও পাঁচটি হেলিকপ্টারসহ দুই শতাধিক অগ্নিনির্বাপনকর্মী অ্যাথেন্সের পূর্বাঞ্চলীয় কেরাতেয়াতে আগুন নেভানোর কাজ করছেন।

তিনি আরো বলেন, ‘ঝড়ো আবহাওয়ার কারণে আগুন নেভানো কঠিন হচ্ছে। স্থানীয় বহু বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিন ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ
ইঞ্জিনিয়ারিং কলেজের চলমান সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান শিবিরের
চাঁদপুরে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের আমেজ
আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মধ্যমপন্থিতাই বিএনপির গ্রহণযোগ্যতা : ড. মঈন খান
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সম্পদ ও লিজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো বৈশ্বিক মানদণ্ড চালু
সাতক্ষীরায় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ 
মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের মতবিনিময়
খুলনা বিভাগের ৩২ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা
১০