ন্যাটোর লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিরক্ষা খাতে বিলিয়ন ডলারের ব্যয় ঘোষণা করলো কানাডা

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১২:১৫

ঢাকা, ৯ আগস্ট ২০২৫ (বাসস): চলতি বছরে ন্যাটোর দুই শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা অর্জনে কানাডা সরকারের অঙ্গীকারকে নিশ্চিত করতে বিলিয়ন বিলিয়ন ডলার প্রতিরক্ষা ব্যয় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শুক্রবার এই প্রতিরক্ষা ব্যয় পরিকল্পনা ঘোষণা করেন তিনি ।

টরন্টো, কানাডা থেকে এএফপি এ সংবাদ জানায়।

এপ্রিল মাসে দায়িত্ব গ্রহণের পর থেকেই কার্নি একাধিকবার সতর্ক করে বলেছেন, কানাডার সেনাবাহিনী ক্রমবর্ধমান হুমকির মোকাবিলায় যথেষ্ট প্রস্তুত নয়। তিনি রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনে আর্কটিকে কানাডার সার্বভৌমত্ব ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি ও বৈশ্বিক নিরাপত্তা কাঠামো গঠনে যুক্তরাষ্ট্রের ক্রমশ অনিশ্চিত ভূমিকার কথা উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের নিরাপত্তাকে অবহেলা করেছি। ফলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা এবং শীতল যুদ্ধ-পরবর্তী সময়ে পুনর্গঠিত আন্তর্জাতিক ব্যবস্থা এখন চাপের মুখে রয়েছে। 

কার্নি ঘোষণা করেছেন, সেনাবাহিনীর সর্বনিম্ন পদমর্যাদার সদস্যদের জন্য ২০ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে। 

সৈন্যদের এই বেতন বৃদ্ধিতে ২ বিলিয়ন কানাডিয়ান ডলার (১.৫ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয় হবে। এ অর্থ এই বছরের জন্য পরিকল্পিত নতুন ৯ বিলিয়ন কানাডিয়ান ডলারের সামরিক বিনিয়োগের অংশ। এছাড়াও যুদ্ধযান, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জামে বিনিয়োগ করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মিত্রদের জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের অঙ্গীকার করার দাবি জানিয়েছেন এবং সতর্ক করেছেন যে পর্যাপ্ত অর্থ ব্যয় না করলে যুক্তরাষ্ট্র সেই দেশগুলোকে সুরক্ষা দিতে অস্বীকার করতে পারে।

কার্নি শুক্রবার নিশ্চিত করেছেন, কানাডা এ বছর ন্যাটোর দুই শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করবে এবং ২০৩৫ সালের মধ্যে বার্ষিক জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে বিনিয়োগের নতুন অঙ্গীকার পূরণের পরিকল্পনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন  যুব ও ক্রীড়া উপদেষ্টা
আগামীকাল বগুড়ায় দুদকের গণশুনানি
সিটিটিসির অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেয়া যাবে না : ড. মঈন খান
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল
উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাইক সরিয়ে নিচ্ছে : সিউল সেনাবাহিনী
সাংবাদিক তুহিন হত্যা: আওয়ামী লীগ নেতার গেস্ট হাউস থেকে শহিদুল গ্রেফতার
পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি স্মরণ করল জাপান
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার' উদ্বোধন
১০