আর্মেনিয়া ও আজারবাইজান 'চিরকালের জন্য' যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ: ট্রাম্প

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৪:৫৬

ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কয়েক দশকের সংঘাতের পর আর্মেনিয়া ও আজারবাইজান স্থায়ী শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার হোয়াইট হাউসে দক্ষিণ ককেশাসের দুই দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বী নেতাকে আমন্ত্রণ জানিয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং আজারবাইজানের দীর্ঘদিনের   প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, ট্রাম্পের মধ্যস্থতার জন্য তাকে নোবেল শান্তি পুরষ্কার পাওয়া উচিত। পুরষ্কারটির জন্য মার্কিন নেতা সচেষ্ট রয়েছেন।

অনুষ্ঠানে ট্রাম্প বলেন, দুটি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র ‘চিরকালের জন্য সকল যুদ্ধ বন্ধ করতে, বাণিজ্য, ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক উন্মুক্ত করতে এবং একে অপরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তবে দীর্ঘদিনের শত্রুদের মধ্যে চুক্তির সূক্ষ্ম মুদ্রণ এবং বাধ্যতামূলক প্রকৃতি অস্পষ্ট রয়েছে।

ট্রাম্প বলেন, দুই নেতার মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান থাকবে।

তিনি আরো বলেন, ‘তবে যদি কোনও দ্বন্দ্ব হয় তাহলে তারা আমাকে ফোন করবে এবং আমরা বিষয়টি সমাধান করব।’

খ্রিস্টান-সংখ্যাগরিষ্ঠ আর্মেনিয়া ও মুসলিম-সংখ্যাগরিষ্ঠ আজারবাইজান তাদের সীমান্ত ও পরস্পরের ভূখণ্ডের মধ্যে জাতিগত ছিটমহলের মর্যাদা নিয়ে কয়েক দশক ধরে বিরোধ অব্যাহত রেখেছে।

বিতর্কিত কারাবাখ অঞ্চল নিয়ে দেশ দ’টি দুবার যুদ্ধে লিপ্ত হয়। আজারবাইজান ২০২৩ সালে এক আকস্মিক হামলা চালিয়ে আর্মেনীয় বাহিনীর কাছ থেকে অঞ্ছলটি পুনরুদ্ধার করে, ওই যুদ্ধে লক্ষাধিক জাতিগত আর্মেনীয় দেশত্যাগ করতে বাধ্য হয়।

'ঐতিহাসিক স্বাক্ষর'-

আজারবাইজান ও আর্মেনিয়ার নেতারা ট্রাম্পের সঙ্গে সন্তুষ্ট দৃষ্টিতে করমর্দন করেন। পরে তিন নেতা হোয়াইট হাউসের ‘যৌথ ঘোষণা’ নামে এক নথিতে স্বাক্ষর করেন।

আলিয়েভ ‘তিন দশকেরও বেশি সময় ধরে যুদ্ধরত দুটি দেশের’ মধ্যে ‘ঐতিহাসিক স্বাক্ষরকে’ স্বাগত জানান।

তিনি  বলেন,‘আমরা আজ ককেশাসে শান্তি প্রতিষ্ঠা করছি।’

আলিয়েভ পাশিনিয়ানের সঙ্গে নোবেল কমিটির কাছে ট্রাম্পকে শান্তি পুরস্কার প্রদানের সুপারিশ করার জন্য একটি যৌথ আবেদন পাঠানোর প্রস্তাব দেন।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া আর কে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য?’

শুক্রবার আজারবাইজানের সাথে মার্কিন সামরিক সহযোগিতার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণার জন্য আলিয়েভ ট্রাম্পকে ধন্যবাদ জানান।

পাশিনিয়ান বলেন, এই শান্তি চুক্তির সূচনা আমাদের দেশ দু’টির মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের অবসান ঘটাবে এবং একটি নতুন যুগের সূচনা করবে।
আর্মেনিয়ান নেতা বলেন, ‘শান্তি প্রতিষ্ঠাতা’ ট্রাম্প ছাড়া এই ‘অগ্রগতি’ সম্ভব হত না, তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট নোবেল পাওয়ার যোগ্য।

চুক্তিতে আর্মেনিয়ার মধ্য দিয়ে একটি ট্রানজিট করিডোর স্থাপন করাও অন্তর্ভুক্ত রয়েছে যা আজারবাইজানকে বাকুর দীর্ঘকালীন দাবি নাখচিভানের সাথে সংযুক্ত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন  যুব ও ক্রীড়া উপদেষ্টা
আগামীকাল বগুড়ায় দুদকের গণশুনানি
সিটিটিসির অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেয়া যাবে না : ড. মঈন খান
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল
উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাইক সরিয়ে নিচ্ছে : সিউল সেনাবাহিনী
সাংবাদিক তুহিন হত্যা: আওয়ামী লীগ নেতার গেস্ট হাউস থেকে শহিদুল গ্রেফতার
পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি স্মরণ করল জাপান
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার' উদ্বোধন
১০