ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে জিহাদিদের হামলায় পুলিশ নিহত

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৪:৩৭

ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : ইরানের গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে জিহাদিরা একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে। এই ঘটনায় তিন জন হামলাকারীও নিহত হয়েছে।

ইরানি মিডিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি তেহরান থেকে রোববার একথা জানিয়েছে।

তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, সিস্তান-বেলুচিস্তানের ওই এলাকায় ‘সন্ত্রাসীরা থানায় প্রবেশের চেষ্টা করার সময় সারাভানের একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।’

আক্রমণকারীরা পাকিস্তানে অবস্থিত ও ইরানের দক্ষিণ-পূর্বে সক্রিয় সুন্নি জিহাদি গোষ্ঠী জাইশ আল-আদল এর সদস্য।

তাসনিম জানায়, ‘এই হামলার ঘটনায় তিন জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে।’

পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগ করে নেওয়া সিস্তান-বেলুচিস্তান নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহী বা চোরাকারবারীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়ে আসছে।
এই প্রদেশে উল্লেখযোগ্য সংখ্যক বালুচ জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস করে, যারা শিয়া-সংখ্যাগরিষ্ঠ ইরানে সুন্নি ইসলাম পালন করে।

২৬ জুলাই, প্রদেশের রাজধানী জাহেদানের একটি আদালত ভবনে বন্দুকধারীরা হামলা চালায়। ওই ঘটনায় কমপক্ষে ছয় জন নিহত হয়। পরে জইশ আল-আদল হামলাটির দায় স্বীকার করে।

গত অক্টোবরে প্রদেশটির সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটিতে ১০ পুলিশ কর্মকর্তা নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে
যশোরে খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরির কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১০
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪
১০