লেবাননে হিজবুল্লাহর অবস্থানে বিস্ফোরণে ৬ সৈন্য নিহত

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৬:১১

ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ইসরাইলি সীমান্তের কাছে একটি অস্ত্র ডিপোতে বিস্ফোরণে ছয় সৈন্য নিহত হয়েছে। একটি সামরিক সূত্র জানিয়েছে, সৈন্যরা হিজবুল্লাহর একটি স্থাপনা থেকে গোলাবারুদ সরিয়ে নিচ্ছে।

বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে গত বছরের যুদ্ধের অবসান ঘটানো যুদ্ধবিরতির আওতায় দেশটির দক্ষিণে সেনা মোতায়েন করছে এবং এই অঞ্চলে ইরান-সমর্থিত গোষ্ঠীটির অবকাঠামো ভেঙে দিচ্ছে।

লেবাননের সরকার এই সপ্তাহে হিজবুল্লাহকে নিরস্ত্র করার সিদ্ধান্ত নেওয়ার এবং সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য একটি পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়ার পর এই ঘটনা ঘটল।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে আসা মন্ত্রিসভার সিদ্ধান্ত উপেক্ষা করবে। 

অন্যদিকে গ্রুপটির সমর্থক ইরান শনিবার জানিয়েছে যে তারা এই প্রচেষ্টার বিরোধিতা করছে।

একটি সেনা ইউনিট ইসরাইলি সীমান্তের কাছে টায়ার জেলার ওয়াদি জিবকিনে একটি অস্ত্র ডিপো পরিদর্শন করে সেটির জিনিসপত্র ভেঙে ফেলার কাজ করার সময় বিষ্ফোরণ ঘটে। একটি সামরিক বিবৃতিতে ঘটনায় প্রাথমিকভাবে ছয়জন সৈন্য নিহত হওয়ার কথা বলা হয়েছে।

এটি আরও জানায়,বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একটি সামরিক সূত্র, এএফপিকে জানায়, বিস্ফোরণটি ‘হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনার ভিতরে’ ঘটেছে। সূত্রটি আরও জানায়, সৈন্যরা সাম্প্রতিক যুদ্ধের অবশিষ্ট গোলাবারুদ ও অবিস্ফোরিত অস্ত্র সরানোর সময় এ বিস্ফোরণ ঘটে।

প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, সেনা কমান্ডার রোডলফে হাইকাল তাকে ‘বেদনাদায়ক ঘটনা’ সম্পর্কে অবহিত করেছেন।

প্রধানমন্ত্রী নওয়াফ সালাম নিহত সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের জন্য ওয়াশিংটনের প্রচেষ্টার নেতৃত্বদানকারী মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এই সেনাদের মৃত্যুতে প্রশাসনের পক্ষ থেকে ‘গভীর সমবেদনা জানিয়েছেন।

হিজবুল্লাহর আইন প্রণেতা আলী আম্মারও লেবাননের সেনাবাহিনীর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সড়কপথে নিরাপত্তা প্রতিষ্ঠার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা শহীদুজ্জামান শহীদের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
কুমিল্লায় স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অবদানের জন্য তারেক রহমানকে যুবদলের সম্মাননা
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
পনেরো বছর পর আগামীকাল নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি
দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে বিপাকে বাংলাদেশ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ নওগাঁয়
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ
বড়পুকুরিয়ায় নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু
১০