ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ ধসের কারণে কাজ বন্ধ থাকার পর রোববার থেকে বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ তামার খনির পুনরায় কার্যক্রম শুরু করার কথা রয়েছে।
সান্তিয়াগো থেকে এএফপি এ খবর জানায়।
এর আগে ‘ভূমিকম্পের’ কারণে একটি সুড়ঙ্গ ধসের পর আটকে পড়া পাঁচজন খনি শ্রমিককে খুঁজে পেতে চিলির খনি মন্ত্রণালয় ১ আগস্ট এল টেনিয়েন্টেকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেয়।
ধসে প্রাথমিকভাবে এক শ্রমিক নিহত ও অন্য পাঁচজন নিখোঁজ হয়। তবে পরে নিখোঁজ শ্রমিকদের মৃতদেহ উদ্ধার করা হয়।
ভূমিকম্পের কারণে নাকি খননের কারণে কম্পনটি ঘটেছে তা এখনো তদন্তাধীন রয়েছে।
রাষ্ট্রায়ত্ত অপারেটর কোডেলকো জানিয়েছে, রোববার থেকে পুনরায় খনির স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।