ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৪:১৮

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া সরকার। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে সোমবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

ক্যানবেরা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আলবানিজ সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত, দুর্ভোগ এবং দুর্ভিক্ষের অবসান ঘটাতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানই মানবতার সেরা আশা।’

তিনি বলেন, ‘ইসরাইলি এবং ফিলিস্তিনি রাষ্ট্র স্থায়ী না হওয়া পর্যন্ত শান্তি কেবল অস্থায়ী হতে পারে।’

তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়া ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেবে।’ এই অধিকার বাস্তবে রূপ দিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করব।’

হামাসের হামলার প্রতিক্রিয়ায় প্রায় দুই বছর আগে গাজায় যুদ্ধ শুরু করার পর ফ্রান্স, ব্রিটেন এবং কানাডাসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনিদের রাষ্ট্রত্ব স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলবানিজ আরো বলেন, ‘এখানে সুযোগের একটি মুহূর্ত রয়েছে এবং অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে এটি কাজে লাগাবে’। 

তিনি বলেন, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষের আশ্বাসের ওপর ভিত্তি করে যে ‘ভবিষ্যতের কোনও ফিলিস্তিনি রাষ্ট্রে হামাসের সন্ত্রাসীদের কোনও ভূমিকা থাকবে না’।

তবে গাজায় ফিলিস্তিন কর্তৃপক্ষের কোনও উপস্থিতি নেই, যা প্রায় দুই দশক ধরে হামাস কর্তৃক শাসিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে
যশোরে খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরির কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১০
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪
১০