ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৪:১৮

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া সরকার। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে সোমবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

ক্যানবেরা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আলবানিজ সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত, দুর্ভোগ এবং দুর্ভিক্ষের অবসান ঘটাতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানই মানবতার সেরা আশা।’

তিনি বলেন, ‘ইসরাইলি এবং ফিলিস্তিনি রাষ্ট্র স্থায়ী না হওয়া পর্যন্ত শান্তি কেবল অস্থায়ী হতে পারে।’

তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়া ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেবে।’ এই অধিকার বাস্তবে রূপ দিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করব।’

হামাসের হামলার প্রতিক্রিয়ায় প্রায় দুই বছর আগে গাজায় যুদ্ধ শুরু করার পর ফ্রান্স, ব্রিটেন এবং কানাডাসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনিদের রাষ্ট্রত্ব স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলবানিজ আরো বলেন, ‘এখানে সুযোগের একটি মুহূর্ত রয়েছে এবং অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে এটি কাজে লাগাবে’। 

তিনি বলেন, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষের আশ্বাসের ওপর ভিত্তি করে যে ‘ভবিষ্যতের কোনও ফিলিস্তিনি রাষ্ট্রে হামাসের সন্ত্রাসীদের কোনও ভূমিকা থাকবে না’।

তবে গাজায় ফিলিস্তিন কর্তৃপক্ষের কোনও উপস্থিতি নেই, যা প্রায় দুই দশক ধরে হামাস কর্তৃক শাসিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অস্ট্রেলিয়ার লক্ষ্য হ্যাটট্রিক সিরিজ জয়: দক্ষিণ আফ্রিকা চায় সমতা
নগরবাসীর ট্যাক্স ও বিল পরিশোধে ডিএসসিসি-বিকাশ সমঝোতা স্মারকের অনুমোদন
কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার ও সম্মাননা প্রদান
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান দুদক চেয়ারম্যানের
ছয় বছর পর পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
আবারও ওয়ানডে র‌্যাংকিংয়ের দশম স্থানে বাংলাদেশ
চায়না লেসো গ্রুপের ৩২.৭৭২ মিলিয়ন ডলার বিনিয়োগ: বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি হস্তান্তর 
রাজবাড়ীর পদ্মা নদীতে পানি বৃদ্ধি, ভাঙন অব্যাহত
যুব দিবসে ৪৭ কোটি টাকা যুব ঋণ প্রদান করা হবে
যুব দিবস উপলক্ষে পঞ্চগড়ে পরিচ্ছন্নতা অভিযান
১০