ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির বৈঠকের ‘সময়সূচী’ নির্ধারণের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র : ভ্যান্স

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৫:৪৬

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি বৈঠকের ‘সময়সূচী’ নির্ধারণের জন্য কাজ করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোববার  এ কথা জানিয়েছেন। 

ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা এই সপ্তাহে আলাস্কায় মার্কিন-রাশিয়া শীর্ষ সম্মেলনে কিয়েভের উপস্থিতির জন্য চাপ দিচ্ছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে ভ্যান্স বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধাগুলোর মধ্যে একটি হল ভ্লাদিমির পুতিন বলেছেন যে তিনি কখনও ইউক্রেনের প্রধান ভলোদিমির) জেলেনস্কি)র সাথে বসবেন না। প্রেসিডেন্ট পুতিন এখন এটি পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।’

১৫ আগস্ট আলাস্কা শীর্ষ সম্মেলনের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে ভ্যান্স বলেন, ‘আমরা এখন এমন এক পর্যায়ে আছি, যেখানে আমরা স্পষ্ট করে বলতে পারি যে এই তিন নেতা বসে এই সংঘাতের অবসান ঘটাতে আলোচনা করতে পারেন।’ 

ভাইস প্রেসিডেন্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘ইউক্রেনীয় ও  রাশিয়ানরা যাতে সহ্য করতে পারে, এমন কিছু আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে।’

জেলেনস্কিকে ছাড়া আলাস্কায় পরিকল্পিত মার্কিন-রাশিয়া শীর্ষ সম্মেলন উদ্বেগ প্রকাশ করেছিল যে একটি চুক্তির ফলে কিয়েভকে কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে, যা ইউরোপীয় ইউনিয়ন প্রত্যাখ্যান করেছে।

ন্যাটোতে মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার সিএনএনকে বলেছেন, জেলেনস্কি শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন।

তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জেলেনস্কি শুক্রবার ট্রাম্প ও পুতিনের সঙ্গে যোগ দিতে পারেন কি-না। 
উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি অবশ্যই মনে করি এটি সম্ভব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১৭ই আগস্ট থেকে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে : খাদ্য উপদেষ্টা
তিনশ’ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
ওবায়দুল কাদের সাইকোপ্যাথ, হাসিনা ছিল রক্তখেকো : শিবির সভাপতি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩৪
নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড 
সাক্ষী হয়ে আসামিদের ফাঁসি চাইলেন শহীদ আনাসের বাবা
অপরাধ দমনসহ উত্তম কাজের জন্য জুলাই মাসে ডিএমপির সেরা হলেন যারা
নির্বাচনের মাধ্যমে ড্যাবের কমিটি গঠন গণতন্ত্রের পরিচর্যা : ডা. রফিক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
১০