গুলিবিদ্ধ হওয়ার দুই মাস পর কলম্বিয়ার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২০:১৯

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস): নির্বাচনী সভায় মাথায় গুলিবিদ্ধ হওয়ার দুই মাস পর আজ সোমবার কলম্বিয়ার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মিগুয়েল উরিবে মারা গেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী।

বোগোতা থেকে এএফপি জানায়, মিগুয়েল উরিবের স্ত্রী মারিয়া ক্লদিয়া তারাজোনা ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে লিখেছেন, ‘তুমি সবসময় আমার জীবনে ভালোবাসার মানুষ হয়ে থাকবে। প্রেমময় জীবনের জন্য তোমাকে ধন্যবাদ।’

তিনি আরও লেখেন, ‘শান্তিতে ঘুমাও আমার ভালোবাসা। আমাদের সন্তানের দেখাশোনা আমি করব।’

চিকিৎসকরা গত শনিবারই জানিয়েছেন, মিগুয়েল উরিবের মস্তিষ্কে নতুন করে রক্তক্ষরণ হয়েছে। এতে তার অবস্থা আরও সঙ্কটাপন্ন হয়ে পড়েছে।

এর আগে গত ৭ জুন বোগোতায় রাজনৈতিক একটি র‌্যালিতে ৩৯ বছর বয়সী উরিবে গুলিবিদ্ধ হন। তিনটি গুলির মধ্যে দুটিই তার মাথায় লাগে।

মিগুয়েল উরিবের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে সন্দেহভাজন ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটকদের মধ্যে ১৫ বছরের এক কিশোরও রয়েছে। গত জুলাই মাসের মাঝামাঝিতে চিকিৎসায় উরিবের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু নতুন করে মস্তিষ্কে রক্তক্ষরণের পর তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।

কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, ‘দেশের জন্য আজ দুঃখের দিন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনা ট্রাইব্যুনাল ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হুমকি দিয়েছেন
হলফনামায় মিথ্যা তথ্যের প্রমাণ পেলে এমপি পদ চলে যাবে
হিটের গবেষণা প্রকল্প বিষয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাক্ষাৎ
নিবন্ধন প্রত্যাশী ২২ দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করবে ইসি
‘ক্ষুদিরামের সাহসিকতা ও দেশপ্রেম থেকে তরুণদের শিক্ষা নেওয়া উচিত’
যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের কখনো লক্ষ্যবস্তু করা যাবে না : সিপিজে
না ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার সুযোগ বাতিলসহ আরপিও সংশোধনী চূড়ান্ত
পাঁচ শ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল শিথিল করেছে এনবিআর
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল সবার যৌথ লড়াই: বরকত উল্লাহ বুলু
জ্বালানি উৎপাদনে চসিক মেয়রের সঙ্গে জাপান প্রতিনিধি দলের বৈঠক
১০