পাকিস্তানে খাল সংস্কারকালে ভূমিধসে নিহত ৭

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২০:৪৪

ঢাকা, ১১ আগস্ট ২০২৫ (বাসস): পাকিস্তানের উত্তরাঞ্চলে আজ সোমবার ক্ষতিগ্রস্ত একটি খাল সংস্কারকালে ভূমিধসে সাতজনের প্রাণহানি ঘটেছে। এবারের বর্ষায় ক্ষতিগ্রস্ত খালটির পানির প্রবাহ ঠিক রাখতে গ্রামবাসীরা কাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

খাপলু থেকে এএফপি এ খবর জানায়।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ জুন বর্ষা মৌসুম শুরুর পর থেকে দেশজুড়ে তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।

অঞ্চলটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, গিলগিট-বালতিস্তানের উত্তরাঞ্চলীয় দানিওরে ক্ষতিগ্রস্ত খালটি মেরামতে স্বেচ্ছাসেবকরা রাতভর কাজ করছিলেন। ওই সময় খালের একপাশের মাটি ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে সাতজন প্রাণ হারান।

স্থানীয় সাংবাদিক শিরিন করিম বলেন, ‘গ্রামবাসী নিজে থেকেই খালটি মেরামতের চেষ্টা করছিল। কারণ, ওই খালের পানির ওপরই তারা অনেকটাই নির্ভরশীল। দিনের তাপমাত্রা বেশি হওয়ায় পাড় মেরামতের জন্য রাতকেই বেছে নেন তারা।’

গত জুলাইয়ে আকস্মিক বন্যায় ওই এলাকার চারটি খাল ক্ষতিগ্রস্ত হয়। স্বেচ্ছাসেবকরা ইতোমধ্যে দুটি খাল সংস্কারের কাজ সম্পন্ন করেছেন। তৃতীয়টির সংস্কার কাজ করতে গিয়ে এমন প্রাণহানির ঘটনা ঘটলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনা ট্রাইব্যুনাল ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হুমকি দিয়েছেন
হলফনামায় মিথ্যা তথ্যের প্রমাণ পেলে এমপি পদ চলে যাবে
হিটের গবেষণা প্রকল্প বিষয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাক্ষাৎ
নিবন্ধন প্রত্যাশী ২২ দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করবে ইসি
‘ক্ষুদিরামের সাহসিকতা ও দেশপ্রেম থেকে তরুণদের শিক্ষা নেওয়া উচিত’
যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের কখনো লক্ষ্যবস্তু করা যাবে না : সিপিজে
না ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার সুযোগ বাতিলসহ আরপিও সংশোধনী চূড়ান্ত
পাঁচ শ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল শিথিল করেছে এনবিআর
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল সবার যৌথ লড়াই: বরকত উল্লাহ বুলু
জ্বালানি উৎপাদনে চসিক মেয়রের সঙ্গে জাপান প্রতিনিধি দলের বৈঠক
১০