মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ২, আহত ১০ 

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১১:৩০

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের একটি  ইস্পাত কারখানায় সোমবার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত এবং ১০ জন আহত হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ক্লেয়ারটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর এ জানিয়েছে।

পেনসিলভানিয়া রাজ্যের গভর্নর জোশ শাপিরো এক্স-এ এক পোস্টে বলেছেন, ‘ইউএস স্টিল ক্লেয়ারটন কোক ওয়ার্কসে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’ 

ওই প্রতিষ্ঠানটি  পিটসবার্গ শহর থেকে প্রায় ১৫ মাইল (২৫ কিলোমিটার) দূরে অবস্থিত। বিস্ফোরণের ঘটনায় কারখানার ১০ কর্মী আহত হয়েছেন। 

তিনি আরো বলেন, ‘আহত কর্মীদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানায় অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চরমান রয়েছে।’

ইউএস স্টিল ও অ্যালেগেনি কাউন্টি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত আছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন ধরনের আঘাতের জন্য তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ইউএস স্টিল জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। জরুরি উদ্ধারকারী  দলগুলোকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

কোম্পানির সিইও ডেভিড বুরিট এক বিবৃতিতে বলেছেন, ইউএস স্টিলের আহত কর্মীদের প্রতি আমাদের ভালোবাসা, প্রার্থনা ও সহায়তা থাকবে। 

কিছু মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে,  বিস্ফোরণের ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়েছে।

এএফপি কর্তৃক যাচাইকৃত নয়, এমন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে অগ্নিনির্বাপক কর্মীরা একটি পুড়ে যাওয়া শিল্প ভবনের সামনে সাদা ধোঁয়ার ঘন কুণ্ডলীর নিচে আগুন নেভানোর জন্য লড়াই করছেন।

ক্লেয়ারটন কোক ওয়ার্কস হল মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম কোকিং কারখানা। 

এটি এমন একটি কারখানা যেখানে কয়লা প্রক্রিয়াজাত করে কোক তৈরি করা হয়, যা ইস্পাত তৈরির একটি প্রধান জ্বালানি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে
যশোরে খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরির কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১০
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪
১০