মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ২, আহত ১০ 

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১১:৩০

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের একটি  ইস্পাত কারখানায় সোমবার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত এবং ১০ জন আহত হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ক্লেয়ারটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর এ জানিয়েছে।

পেনসিলভানিয়া রাজ্যের গভর্নর জোশ শাপিরো এক্স-এ এক পোস্টে বলেছেন, ‘ইউএস স্টিল ক্লেয়ারটন কোক ওয়ার্কসে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’ 

ওই প্রতিষ্ঠানটি  পিটসবার্গ শহর থেকে প্রায় ১৫ মাইল (২৫ কিলোমিটার) দূরে অবস্থিত। বিস্ফোরণের ঘটনায় কারখানার ১০ কর্মী আহত হয়েছেন। 

তিনি আরো বলেন, ‘আহত কর্মীদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানায় অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চরমান রয়েছে।’

ইউএস স্টিল ও অ্যালেগেনি কাউন্টি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত আছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন ধরনের আঘাতের জন্য তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ইউএস স্টিল জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। জরুরি উদ্ধারকারী  দলগুলোকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

কোম্পানির সিইও ডেভিড বুরিট এক বিবৃতিতে বলেছেন, ইউএস স্টিলের আহত কর্মীদের প্রতি আমাদের ভালোবাসা, প্রার্থনা ও সহায়তা থাকবে। 

কিছু মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে,  বিস্ফোরণের ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়েছে।

এএফপি কর্তৃক যাচাইকৃত নয়, এমন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে অগ্নিনির্বাপক কর্মীরা একটি পুড়ে যাওয়া শিল্প ভবনের সামনে সাদা ধোঁয়ার ঘন কুণ্ডলীর নিচে আগুন নেভানোর জন্য লড়াই করছেন।

ক্লেয়ারটন কোক ওয়ার্কস হল মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম কোকিং কারখানা। 

এটি এমন একটি কারখানা যেখানে কয়লা প্রক্রিয়াজাত করে কোক তৈরি করা হয়, যা ইস্পাত তৈরির একটি প্রধান জ্বালানি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০