ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থী মিগুয়েল উরিবে মারা গেছেন। গত জুন মাসে একটি প্রচারণা সমাবেশে অজানা আততায়ীর গুলিতে আহত হয়েছিলেন তিনি।
তার পরিবার সোমবার এ তথ্য জানিয়েছে।
তার পরিবার সোমবার জানিয়েছে, মিগুয়েল উরিবের ওপর হামলা দেশের সহিংস অতীতে ফিরে আসার আশঙ্কা জাগিয়ে তুলেছে।
বোগোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
৩৯ বছর বয়সী রক্ষণশীল এই সিনেটর, সাবেক প্রেসিডেন্ট জুলিও সিজার টারবে (১৯৭৮-১৯৮২) এর নাতি।
ডানপন্থী মিগুয়েল উরিবে গত ৭ জুন রাজধানী বোগোটায় একটি রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখছিলেন। সে সময়ে তাকে খুব কাছ থেকে ১৫ বছর বয়সী সন্দেহভাজন খুনি গুলি করে।
তিনি মাথা ও পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে উন্নতির লক্ষণ থাকা সত্ত্বেও, শনিবার তার ডাক্তাররা ঘোষণা করেছেন যে তার মস্তিষ্কে নতুন করে রক্তক্ষরণ হয়েছে।
মিগুয়েলের স্ত্রী মারিয়া ক্লডিয়া তারাজোনা সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন, আমার জীবনের ভালোবাসা’। ‘ভালোবাসায় ভরা জীবনের জন্য ধন্যবাদ।’
তিনি বোগোটার কংগ্রেসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যেখানে বুধবার পর্যন্ত উরিবের লাশ জনসাধারণের জন্য থাকবে।
কর্তৃপক্ষ হামলার সাথে জড়িত ছয় সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। যার মধ্যে অভিযুক্ত বন্দুকধারীও রয়েছে, যাকে উরিবের দেহরক্ষীরা ঘটনাস্থল থেকে ধরে ফেলেছিল।
দেশব্যাপী অভিযানের পর, পুলিশ হামলা মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত এল্ডার হোসে আর্টেগা হার্নান্দেজ, ওরফে ‘এল কস্টেনো’ কে গ্রেফতারের ঘোষণা করেছে।
পুলিশ এই হত্যাকাণ্ডের পিছনে বিলুপ্ত এফএআরিসি গেরিলা গোষ্ঠীর একটি ভিন্নমতাবলম্বী শাখার হাত থাকার কথাও উল্লেখ করেছে।
আগামী ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে শীর্ষস্থানীয় প্রার্থী উরিবের ওপর এই হামলা, সহিংসতায় জর্জরিত দেশটিতে পুরোনো ক্ষতগুলোকে আবার নতুন করে ফুটিয়ে তুলেছে।
তার মা সাংবাদিক ডায়ানা টারবে, ১৯৯১ সালে কোকেন কিংপিন পাবলো এসকোবারের মেডেলিন কার্টেলের হাত থেকে তাকে মুক্ত করার জন্য একটি ব্যর্থ পুলিশ অভিযানে নিহত হন।