গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে ইইউ

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৪:২২

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) :  গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাসের বরাত দিয়ে ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভার্চুয়াল আলোচনায় ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা যুদ্ধ নিয়ে আলোচনা করার পর তিনি বলেন, ‘গাজা শহরের আল-শিফা হাসপাতালের বাইরে (ইসরাইলি সামরিক বাহিনীর) বিমান হামলায় আল জাজিরার সংবাদদাতা আনাস আল-শরীফসহ পাঁচ সাংবাদিক নিহত হওয়ার নিন্দা জানিয়েছে ইইউ’।

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে শরীফকে হামাসের একটি ‘সন্ত্রাসী সেল’-এর নেতৃত্ব দেওয়ার এবং ইসরাইলিদের বিরুদ্ধে ‘রকেট হামলা এগিয়ে নেওয়ার জন্য দায়ী’ বলে অভিযুক্ত করা হয়েছে।

ক্যালাস বলেন, ইইউ ইসরাইলের অভিযোগের বিষয়টি লক্ষ্য করেছে, ‘তবে এই ক্ষেত্রে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা এড়াতে আইনের শাসনের ক্ষেত্রে স্পষ্ট প্রমাণ সরবরাহ করা প্রয়োজন।’

২৭টি দেশের এই ব্লক গাজার সংঘাতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হিমশিম খাচ্ছে। কারণ এটি ইসরাইলের কট্টর সমর্থক ও ফিলিস্তিনিদের রক্ষাকারীদের মধ্যে বিভক্ত।

ইইউ গত মাসে গাজায় সাহায্যের প্রবেশাধিকার বাড়ানোর জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। 

কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন যে, চুক্তিটি কেবল আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে।

ক্যালাস ইসরাইলকে আরো সাহায্যের প্রবেশাধিকার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘যদিও আরো ত্রাণ আসছে, চাহিদা এখনও অনেক বেশি। আমরা ইসরাইলকে আরো ট্রাক পাঠানোর ও আরো ভালভাবে ত্রাণ সহায়তা বিতরণের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুব দিবসে সুনামগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস থেকে মাদক উদ্ধার, আটক ২
উপহাস উপেক্ষা করে সফল বগুড়ার রেজওয়ানুল
জিএম কাদের-মাহমুদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
চানখাঁরপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ
দিনাজপুরের মৎস্য খামারিদের ভাগ্য বদলে দিচ্ছে দেশি টেংরার চাষ
বোর্নমাউথ থেকে ইউক্রেনিয়ান ডিফেন্ডারকে দলে নিল পিএসজি
জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধে সংশোধিত আইনে কঠোর বিধান রাখা হবে: শ্রম উপদেষ্টা
২০২৫-২৬ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা নির্ধারণ কেন্দ্রীয় ব্যাংকের
১০