ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : তীব্র তাপপ্রবাহে সোমবার ইউরোপজুড়ে রেকর্ড তাপমাত্রা বিরাজ করেছে। দাবানলের কারণে হুমকির মুখে পড়েছে ইউনেস্কো স্বীকৃত স্পেনের একটি স্থাপনা এবং ফ্রান্সের বিভিন্ন শহরে তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। ইউরোপের এমন আবহাওয়া পরিস্থিতিতে ইতালিতে হিটস্ট্রোকে এক শিশুর মৃত্যু হয়েছে।
ইতালির সার্ডিনিয়ায় পরিবারের গাড়িতে অচেতন অবস্থায় উদ্ধারের কয়েকদিন পর চার বছর বয়সী রোমানিয়ান শিশুটি মারা যায়।
লাস মেদুলাস থেকে এএফপি জানায়, শিশুটিকে আকাশপথে রোমের একটি হাসপাতালে নেওয়া হলেও সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ এএফপিকে জানিয়েছে, মস্তিষ্কে অপূরণীয় ক্ষতির কারণে সে মারা গেছে।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বোলোনিয়া ও ফ্লোরেন্সসহ সাতটি প্রধান শহরের জন্য লাল সতর্কতা জারি করার পর এই খবর পাওয়া যায়।
মঙ্গলবার ইতালির ১১টি শহর এবং বুধবার ১৬টি শহরে লাল সতর্কতা বলবৎ থাকবে। এদিকে প্রায় ১৯০ জন অগ্নিনির্বাপক কর্মী ও সেনা সদস্য মাউন্ট ভিসুভিয়াসে দাবানল নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় জাতীয় উদ্যানটি পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
- ইউনেস্কো স্বীকৃত স্থাপনা ক্ষতিগ্রস্ত-
স্পেনের উত্তর-পশ্চিমের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনটি বলকান দেশে জরুরিভাবে স্থানান্তরিত হয়েছে। তীব্র বাতাসের কারণে উচ্চ তাপমাত্রা ইউরোপের কিছু অংশে আগুন লেগে গেছে।
লাস মেদুলাসে রোমান যুগের খনির স্থান ক্ষতিগ্রস্ত হওয়া দাবানল নিয়ন্ত্রণে আনতে স্প্যানিশ দমকলকর্মীরা লড়াই করেছেন। শত শত বাসিন্দা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে।
ক্যাস্টিল ও লিওনের আঞ্চলিক পরিবেশমন্ত্রী জুয়ান কার্লোস সুয়ারেজ-কুইনোনেস বলেন, উচ্চ তাপমাত্রা এবং ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে বাতাস ‘অনেক অসুবিধা’ সৃষ্টি করেছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের সম্প্রদায়ের নিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত না হওয়া পর্যন্ত লোকেদের ফিরে আসতে দেব না।’ প্রায় ৭০০ জন বাস্তুচ্যুত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
তিনি আরও বলেন, দুজন দমকলকর্মীসহ চারজন সামান্য আহত হয়েছেন।
রোববার লাস মেদুলাস এলাকার কাছে আগুন লেগেছে। অঞ্চলটি তার আকর্ষণীয় লাল ভ-ূদৃশ্যের জন্য বিখ্যাত।
স্পেন গত সপ্তাহ ধরে তাপপ্রবাহের কবলে রয়েছে। অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে এবং দাবানলকে আরও বাড়িয়ে তুলেছে।
সুয়ারেজ-কুইনোনেসের মতে, কেবল ক্যাস্টিল ও লিওনেই গত তিন দিনে ১৩টি আগুনের ঘটনা ঘটেছে। কিছু আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণাঞ্চলের পর্যটন নগর তারিফায় শুক্রবার নিয়ন্ত্রণে আসা একটি অগ্নিকাণ্ড পুনরায় ছড়িয়ে পড়ায় হোটেল ও সৈকত এলাকা থেকে কিছু পর্যটকসহ দুই হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে শতাধিক অগ্নিনির্বাপক কর্মী আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন।
প্রতিবেশী পর্তুগালে কেন্দ্র ও উত্তরাঞ্চলে তিনটি বড় দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীরা লড়াই চালিয়ে যাচ্ছেন।