স্পেনে দাবানলে একজনের প্রাণহানি, হাজারো মানুষ ঘরছাড়া

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৮:৫৪

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : স্পেনে দাবানলে আজ মঙ্গলবার একজনের প্রাণহানি হয়েছে এবং হাজারো মানুষ প্রাণে বাঁচতে বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। প্রচণ্ড তাপদাহের মধ্যে ঝড়ো হাওয়ায় দেশটিতে দাবানল ছড়িয়ে পড়েছে।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দেশটির সরকারি কর্মকর্তারা জানান, গতকাল সোমবার রাজধানী মাদ্রিদের উত্তরে ধনী আবাসিক এলাকা ত্রেস কান্তোসে ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে দাবানল ছড়িয়ে পড়লে এক ব্যক্তি মারাত্মকভাবে দগ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। চলমান তাপপ্রবাহে স্পেনে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।

মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রধান ইসাবেল দিয়াজ আয়ুসো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় এই মৃত্যুর ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেন।

ত্রেস কান্তোস থেকে হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

মাদ্রিদের আঞ্চলিক পরিবেশ প্রধান কার্লোস নোভিলো সাংবাদিকদের জানান, মাত্র ৪০ মিনিটে আগুন ছয় কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, ত্রেস কান্তোসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আন্দালুসিয়ার দক্ষিণাঞ্চলীয় তারিফার জনপ্রিয় সৈকত এলাকার আশপাশের হোটেল ও ঘরবাড়ি থেকে প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মাসের শুরুতেও একই এলাকায় দাবানল দেখা দিয়েছিল।

আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও সানজ বলেন, আমরা শেষ মুহূর্তে আবাসিক এলাকা রক্ষা করতে পেরেছি। উদ্ধারকাজে সহায়তাকারী একজন পুলিশ সদস্য একটি গাড়ির ধাক্কায় আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
চব্বিশের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে চিরলিখিত থাকবে : দুলু
চুয়াডাঙ্গায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে
যশোরে খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরির কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১০
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪
১০